পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাড়ি ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায়। বাড়ির সামনেই খেলা করছিল সে। অভিযোগ, সেই সময় প্রচণ্ড গতিতে এসে শিশুটিকে ধাক্কা মারে গাড়িটি। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র?্যাফ।
মৃত শিশুর বাবার কথায়, “সকালে বাড়ির সামনে খেলা করছিল ও। সেই সময় পুরসভার গাড়ি আমার বাচ্চাকে পিষে দেয়। আমার সব শেষ হয়ে গেল।ওই চালকের উপযুক্ত শাস্তি চাই।” স্থানীয়দের আরও অভিযোগ, এই এলাকায় জোরে গাড়ি চলে। পুরসভার গাড়ির চালকদের বারবার ধীরে গাড়ি চালাতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা শেনেননি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।