রামনবমী LIVE UPDATE: ‘ঘরবন্দি’ অনুব্রত, নানুরে ত্রিশূল হাতে কাজল শেখ
প্রতিদিন | ০৬ এপ্রিল ২০২৫
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। জেলায় জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে মিছিল। যাতে কোনও অশান্তি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশি টহল। রামনবমী সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।
দুপুর ২.১৪: ঠনঠনিয়ায় সংখ্যালঘুদের নিয়ে রামনবমীর মিছিলে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
দুপুর ২.০৩: নানুর বিধানসভা এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুগ্রামে রামনবমী পুজোয় বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পুজোয় অংশ নেওয়ার পর নিজে হাতে ভোগ বিতরণ করেন তিনি। ওই মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর হাতে ধ্বজা ও ত্রিশূল তুলে দেওয়া হয়।
দুপুর ১.৩২: “জয় হনুমান, জয় বজরংবলি, ওটা শুভেন্দুর বাবার একার নয়। বাড়াবাড়ি করলে এবার কেলা খাবে”, চাঁপদানিতে দাঁড়িয়ে রামনবমী নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
সকাল ১০.২৮: X হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সকাল ১০.২৩: ৪০০ বছর পুরনো হাওড়ার রামরাজাতলার রামমন্দিরে পুজো দিলেন সজল ঘোষ। তিনি কদমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রামমন্দিরে পৌঁছন। ওই মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগ সারেন।
সকাল ১০.২০: অযোধ্যার রামমন্দিরে চলছে রামলালার আরাধনা।
সকাল ১০.১০: মেদিনীপুরের গোপগড়ে বাইক ব়্যালি দিলীপ ঘোষের।
সকাল ১০.০৯: সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় সাংসদ শতাব্দী রায় ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সকাল ১০.০৮: শিলিগুড়ির মহাবীর স্থানে রামপুজোয় অংশ নিলেন গৌতম দেব।
সকাল ৯.৫২: মালদহে স্নিফার ডগ দিয়ে তল্লাশি।
সকাল ৯.৩৫: রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় পা মেলালেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সঙ্গে ছিলেন জনাকয়েক তৃণমূল কাউন্সিলর। কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “আগে ছোট করে হত, এখন বড় করে হচ্ছে।”