বিহারে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, কলকাতায় পাকড়াও ১
হিন্দুস্তান টাইমস | ০৬ এপ্রিল ২০২৫
গত বছরের ডিসেম্বরে ভুয়ো পাসপোর্ট ইস্যুকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল রাজ্যে। ঘটনায় ভুয়ো পাসপোর্ট তৈরি রুখতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করেছে রাজ্য পুলিশ। তারমধ্যেই ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম আজাদ আলম। তিনি গার্ডেনরিচ থানা এলাকার বাতিকলের বাসিন্দা। অভিযোগ, বিহারে ইস্যু করা ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আজাদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গনাইজেশনের আধিকারিকরা। ওই যুবক পাসপোর্টের জন্য আবেদনে প্রয়োজনীয় নথি হিসেবে ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু, তা দেখে সন্দেহ হয় আধিকারিকদের। এরপরেই বার্থ সার্টিফিকেট যাচাই করে আধিকারিকরা জানতে পারেন সেটি ভুয়ো। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। পরে আধিকারিকরা যুবককে ডেকে পাঠান। জেরার মুখে পড়ে আজাদ জাল বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন।
তিনি জানিয়েছেন, বিহারে এক পরিচিতের কাছ থেকে তিনি এই বার্থ সার্টিফিকেট বানিয়েছিলেন। আধিকারিকদের অনুমান, ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির সঙ্গে বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। কারণ এর আগেও পাসপোর্ট তৈরির জন্য বিহারের ভুয়ো বার্থ সার্টিফিকেট হাতে পেয়েছেন আধিকারিকরা। ফলে এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে পাসপোর্ট জালিয়াতির বিষয়টি সামনে আসে। অভিযোগ ওঠে, ভুয়ো আধার বানিয়ে একের পর এক জাল পাসপোর্ট তৈরি হয়েছে। পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে। সেবিষয়টি সামনে আসতেই আদালতের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। এমনকী এই চক্রে জড়িতদের মধ্যে একজন পুলিশকর্মী ও ডাকঘরের দুই কর্মীও ছিলেন। তারপরেই পাসপোর্ট জালিয়াতি ঠেকাতে আরও তৎপর হয়েছে পুলিশ।