• মেলালেন রাম! বীরভূমের শোভাযাত্রায় একযোগে TMC-BJP, বগটুইয়ে জল-মিষ্টি বিতরণ মুসলিমদের
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৫
  • রামনবমীর দিন সম্প্রীতির ছবি দেখা গেল বীরভূম জুড়ে। গণহত্যার জেরে শিরোনামে উঠে এসেছিল রামপুরহাটের বগটুই গ্রাম। সেখানেই রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় মিষ্টি-জল বিতরণ করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে, রাজনৈতিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও দুবরাজপুরে রামনবমী মিছিলে পা মেলালেন তৃণমূল-বিজেপি নেতৃত্ব।

    রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন রামের ভক্তরা। শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রামপুরহাটেও। সেই শোভাযাত্রায় যোগ দেওয়া সকলকেই লাড্ডু ও জলের বোতল বিলি করলেন বগটুইবাসী আকসার শেখ, রিয়াজুল হক। তাঁদের কথায়, ‘এটাই তো আমাদের ভারতবর্ষ। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এই আয়োজন।’

    অন্যদিকে, এ দিন সকালে দুবরাজপুরের রাম-সীতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রার আয়োজন করে জয় শ্রীরাম সেবা সমিতি। শোভাযাত্রা রাম-সীতা মন্দির প্রাঙ্গণ থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুর মোড় পর্যন্ত যায়। জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে এই শোভাযাত্রা পা মেলাতে দেখা গেল তৃণমূল ও বিজেপি দুই দলকেই।

    শোভাযাত্রায় হাজির ছিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী-সহ অন্যান্য নেতা-কর্মীরা। অন্যদিকে জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শহর তৃণমূলের কার্যকরী সভাপতি অরিন্দম চট্টোপাধ্যায়-সহ অন্যান্য কাউন্সিলার নেতা কর্মীদের মিছিলে দেখা যায়। বগটুই থেকে রামপুরহাট, দুবরাজপুর সর্বত্রই ছিল কড়া পুলিশের নিরাপত্তা।

    সম্প্রীতির একই ছবি দেখা যায় মালদাতেও। রাম নবমী উদযাপন কমিটির তরফে মালদার ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী পল্লিশ্রী মাঠ থেকে শুরু হয় মিছিল। সেই মিছিল নেতাজি মোড়, পোস্ট অফিস মোড় থেকে গৌড় রোড, ইংরেজবাজার থানার সামনে দিয়ে রামকৃষ্ণ মিশনের সামনে মিছিল শেষ হয়। পোস্ট অফিস মোড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ রামনবমীর মিছিলে অংশগ্রহনকারীদের জল ও মিষ্টি বিতরণ করেন। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে মিষ্টি মুখ করান মুসলমান সম্প্রদায়ের মানুষ। রাম নবমী কমিটির সদস্য নুরুল ইসলাম বলেন, ‘এটা খুব ভালো লাগছে এবং গর্ব বোধ হচ্ছে। আমরা মালদা জেলাতে সম্প্রীতি রক্ষার বার্তাটাই দিতে চাই।’

  • Link to this news (এই সময়)