রামনবমীর মিছিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাবা। সেই সময়ে বাড়ির বাইরেই খেলছিল তাঁর আড়াই বছরের শিশু। হঠাৎ বিকট আওয়াজ পেয়ে বাড়ির বাইরে এসে কেঁপে ওঠেন তিনি। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি পিষে দেয় তাঁর ছেলেকে। অভিযোগ ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয়দের সাহায্যে ছেলেকে রক্তাক্ত অবস্থাতে তিনি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুটির নাম অংশ গর। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনেই খেলছিল শিশুটি। সেই সময়েই পুরসভার জঞ্জাল ফেলার গাড়ি তাকে পিষে দেয়। স্থানীয়দের অভিযোগ, ওই গাড়িটি ‘বেপরোয়া’ গতিতে চালানো হচ্ছিল।
স্থানীয়রা মৃত শিশুর দেহ নিয়ে টি এন মুখার্জি রোড অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, বারবার আবর্জনা ফেলার গাড়ির গতি নিয়ে অভিযোগ করেছিলেন তাঁরা। আস্তে চালানোর দাবি করা হলেও তা কানেই না তোলার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। তাঁদের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুক্ষণ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককেও। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘কেউ দোষী প্রমাণিত হলে আইনত শাস্তি পাবেন। পুরসভাও সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। তা প্রমাণিত হলে চালকের বিরুদ্ধে পুরসভার তরফেও পদক্ষেপ করা হবে।’