বিষ্ণুপুর ওভারব্রিজে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের উপরে। এই দুর্ঘটনায় আহত হন ৬ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে কোতুলপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বেসরকারি বাসটি। ওভারব্রিজ থেকে টার্ন নেওয়ার সময়েই মুখোমুখি সংঘর্ষ হয় বাস এবং ডাম্পারটির। দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। আহত হয়েছেন বাসের ৬ জন যাত্রী। আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। একজনের চোট কিছুটা গুরুতর।
এই ঘটনায় বাস এবং ডাম্পারকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। দুর্ঘটনার সময়ে বাস এবং ডাম্পারটির গতিবেগ বেশি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী আরব শেখ বলেন, ‘বাসের ডানদিকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকের হাত ভেঙে গিয়েছে। অনেক যাত্রী আহত। স্থানীয়রাই তাঁদের হাসপাতালে নিয়ে যান।’
অন্যদিকে, মনোজিৎ সিংহ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চোখের নিমেষে সবটা ঘটে গেল। বিকট একটা শব্দ শুনতে পাই। বাসটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’