গোটা রাজ্য জুড়ে রামনবমী উদযাপনে মেতে উঠল সাধারণ মানুষ। শাসক দল তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি, মিছিলের আয়োজন নিয়ে প্রতিযোগিতা ছিল দিনভর। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বারাসতে এক মিছিলে অংশগ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী। মিছিলের শেষে মিঠুনের বক্তব্য, ‘৯ শতাংশ হিন্দু পাশে থাকলেই পশ্চিমবঙ্গের রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে।’
রবিবার বারাসতের রামনবমীর মিছিলের ফাঁকে এই মন্তব্য করেন মিঠুন। এ দিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রায় সামিল হন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বিকাল পাঁচটা থেকে এই র্যালি শুরু হয় বারাসাত ময়না চেকপোস্ট-এর সামনে থেকে। মিছিল শেষ হয় বারাসাতের হেলাবটতলা মোড়ে।
রবিবার বারাসতে রামনবমীর মিছিলে মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। মিঠুনের বক্তব্য, ‘যা দেখলাম, লক্ষ লক্ষ মানুষ এক ছাতার তলায় আসছেন। এটাই সবথেকে আনন্দের বিষয়।’ রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে মিঠুন বলেন, ‘ভগবান রাম ওঁদের সুমতি দিন, আর কিছু বলার নেই।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নিউ বারাকপুর থানা সংলগ্ন বসন্ত মিলন উৎসবে যোগ দিয়ে এমনটাই বলতে শোনা যায় মিঠুনকে। মহাগুরু বলেন, ‘বাংলায় ৯ শতাংশ হিন্দু ভোট দেন না। আমি তাদের ভোট দিতে অনুরোধ করছি। বাংলাদেশ ট্রেলার দেখিয়েছে, এরপরে হিন্দু বাঙালি থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।’