• সোমে চাকরিহারাদের সঙ্গে বৈঠক মমতার, রাত জাগছে ওঁরা, তৈরি হচ্ছে আন্দোলনের নীল নকশা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • কেন যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করা গেল না? কেন ওএমআর শিট-এর ‘মিরর ইমেজ’ পাওয়া গেল না? রবিবার শহিদ মিনারের পাদদেশ থেকে একগুচ্ছ প্রশ্ন তুললেন চাকরিহারা প্রার্থীদের একটা বড় অংশ। কাল, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ রয়েছে চাকরিহারা প্রার্থীদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। সেখানে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে চাকরিহারা প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, ‘যোগ্যতার নিরিখে প্রাপ্ত চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা এই রায় মানতে পারছি না।’

    যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় চরম অসঙ্গতিপূর্ণ। আমরা অবশ্যই রিভিউ পিটিশন করব। তবে, প্রতিটি রাজনৈতিক দলকে বলছি, সরকারকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচনে কাউকে লড়তে দেবো না। আমাদের শবদেহের উপর দিয়ে নির্বাচন করতে হবে। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষা।’ চাকরিহারাদের মঞ্চ থেকে সর্বদল বৈঠকের আহ্বান করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, নতুন করে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে চাকরিহারা প্রার্থীরা ছাড়াও নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন কি না, কোন পদ্ধতিতে এই চাকরিহারাদের সমস্যার সুরাহা হবে, সে সব নিয়ে বিস্তর জল্পনা রয়েছে।

    চাকরিহারাদের মঞ্চের এক সদস্যের কথায়, ‘আমরা যথেষ্ট খেটে, পড়াশোনা করে চাকরি পেয়েছিলাম। আবার দশ বছর বাদে পরীক্ষা দিতে হবে! পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই। কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারব না। রি-প্যানেল করা যেতে পারে। ওই প্যানেলের ভিত্তিতে কাউন্সেলিং করা যেতে পারে। কিন্তু নতুন করে সমস্ত প্রার্থীকে এনে পরীক্ষার ব্যবস্থা করা হবে, এটা আমরা মানতে পারছি না।’

    এসএসসি-র ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ পাওয়া গেল না কেন — সে নিয়েও প্রশ্ন তোলেন চাকরিহারা প্রার্থীরা। এমন একজনের বক্তব্য, ‘২০১৪ সালের আপার প্রাইমারি পরীক্ষার মিরর ইমেজ থাকতে পারে, ২০১৬ সালের পরীক্ষার থাকে না কেন? মাটির তলা থেকে হলেও সেই মিরর ইমেজ খুঁজে বের করে আনা হোক।’

    এসএসসি-র প্যানেল বাতিল নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদও। কিন্তু তাঁদের এই দুরবস্থার আবেগকে বাজি করে কোনও রাজনৈতিক দল যাতে ফায়দা তোলার চেষ্টা না করে, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে রক্ষার স্বার্থে, সামাজিক অবক্ষয় ঠেকাতে সমস্ত রাজনৈতিক দল যাতে একত্র হয়ে সমাধান সূত্র বের করে — সেই বার্তাও দিচ্ছেন এই কর্মহারা প্রার্থীরা। রবিবার সারা রাত শহিদ মিনারের কাছে খোলা আকাশের নিচেই রাত কাটাবেন চাকরিহারা প্রার্থীদের একাংশ।

  • Link to this news (এই সময়)