• ৯ শতাংশ হিন্দু আমার সঙ্গে দাঁড়ালে রামরাজ্য হয়ে যাবে' দাবি মিঠুন চক্রবর্তীর
    আজ তক | ০৭ এপ্রিল ২০২৫
  • বিজেপি নেতা তথা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী ফের একবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের নিয়ে। তাঁর বক্তব্যে উঠে এল এক বড় বার্তা—
    "যদি রাজ্যে মাত্র ৯ শতাংশ হিন্দু আমাদের পাশে দাঁড়িয়ে যান, তাহলে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে।"

    এক নির্বাচনী সভায় দাঁড়িয়ে মিঠুন সরাসরি বলেন—
    "বাংলায় যদি মাত্র ৯ শতাংশ হিন্দু ভোটার আমাদের পক্ষে ভোট দেন, তাহলে রাজ্যে সত্যি রামরাজ্য আসবে।"

    উল্লেখ্য, এর আগেও, গত মাসে উত্তর ২৪ পরগনায় এক সভায় এমনই বার্তা দিয়েছিলেন মিঠুন। সেদিন তিনি বলেছিলেন—
    "আমার একটাই বার্তা রাজ্যের সমস্ত মানুষের কাছে— এখনও বাংলায় এমন ৯ শতাংশ হিন্দু রয়েছেন, যারা ভোট দিতে আসেন না। আমি তাঁদের অনুরোধ করছি, এবার বেরিয়ে এসে ভোট দিন। কারণ আমরা যদি না জিতি, তাহলে হিন্দু বাঙালির অবস্থা খুব খারাপ হয়ে যাবে।"

    উত্তর ২৪ পরগনার সেই সভাতেই মিঠুন আরও বলেন—
    "আমাদের জিততেই হবে, কারণ একটাই— বাংলাদেশ যেটা দেখিয়েছে, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়েছে। যদি এবারও না জিতি, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি টিকে থাকতে পারবে না।"

    "আমরা যদি না জিতি, তাহলে বিজেপি-সমর্থিত হিন্দু বাঙালিরাও নিরাপদ থাকবে না। কারণ ওরা (বিরোধীরা) তৈরি হয়ে বসে আছে। ওরা স্পষ্ট বলছে, আবার ক্ষমতায় ফিরলে আমাদের শেষ করে দেবে।"

    "বিজেপি প্রার্থীকে জেতান— এখন অন্য কিছু ভাবার সময় নয়"

    মিঠুন বলেন—
    "এই মুহূর্তে কার পছন্দ, কার অপছন্দ সেটা ভেবে লাভ নেই। বিজেপি প্রার্থীকে জেতান। এটা মাথায় রাখুন— এখন জেতাটাই মূল লক্ষ্য। পরে সময় থাকলে দেখা যাবে কে ভালো কে খারাপ। আগে পার্টিকে জেতান। কারণ সেটাই আমাদের উপকারে আসবে।"

    মমতা সরকারকে লাগাতার নিশানা মিঠুনের

    সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যের এসএসসি দুর্নীতি মামলায় ২৫,০০০-র বেশি নিয়োগ বাতিলের হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। তার পর মিঠুন চক্রবর্তী আরও কড়া হয়ে ওঠেন। মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন—
    "সত্যের জয় হবেই। এই রায় হয়তো হাজার হাজার চাকরি প্রত্যাশীর কাছে একটা ধাক্কা, কিন্তু এর জন্য পুরোপুরি দায়ী তৃণমূল সরকার।"

    তিনি আরও বলেন—
    "আমি সমাজের, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আবেদন রাখছি— যদি সত্যিই তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, তাহলে এই তৃণমূল সরকারকে যত দ্রুত সম্ভব সরিয়ে দাও। বিজেপিই একমাত্র বিকল্প, যারা তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে।"

    রাজ্য রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে হিন্দু ভোটের সমীকরণে এই ৯ শতাংশের উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।                                       

                      
  • Link to this news (আজ তক)