• কয়লা উত্তোলনে রেকর্ড ইসিএলের
    দৈনিক স্টেটসম্যান | ০৭ এপ্রিল ২০২৫
  • কয়লা উত্তোলনে রেকর্ড গড়ল ইসিএল। গত আর্থিক বছরে কয়লা উত্তোলনের লক্ষ্য পূরণ করতে সমর্থ হয়েছে ইসিএল। চলতি অর্থবর্ষে ইসিএলের লক্ষ্যমাত্রা ৫৯ মিলিয়ন টন কয়লা উত্তোলন। শনিবার ইসিএলের সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন সিএমডি সতীশ ঝা। তিনি জানান, ইসিএল-এর উৎপাদন কোল ইন্ডিয়ার সব সহায়ক সংস্থার উৎপাদনের চেয়ে বেশি। শুধু কয়লা উৎপাদনের রেকর্ড হয়েছে এমন নয়, ওভারবার্ডেন অর্থাৎ কয়লা তোলার আগে যে বিপুল পাথর, মাটি তোলা হয়েছে, তাও রেকর্ড গড়েছে। তিনি ইসিএলের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন সংস্থার সমস্ত স্তরের কর্মী থেকে শুরু করে আধিকারিকদের।

    গত অর্থবর্ষে ৫২.০৩৫ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে ইসিএল। এর আগে এই রেকর্ড ছিল ২০১৯-২০ সালে। মোট উত্তোলিত কয়লার পরিমাণ ছিল ৫০.৪০ মিলিয়ন টন। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে ইসিএল।

    ২০২৩-২৪ অর্থবর্ষে ১৭০.৯০ মিলিয়ন কিউবিক মিটার ওভারবার্ডেন তুলে রেকর্ড হয়েছিল। এবার সেই পুরনো রেকর্ডও ভাঙা হয়েছে। ইসিএলের জন্মলগ্ন থেকে শুরু করে কোল ইন্ডিয়ার ইতিহাসে এই প্রথম সর্বাধিক কয়লা উৎপাদনের রেকর্ড গড়ল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।

    ইসিএল কর্তৃপক্ষের দাবি, পরিকাঠামো বদল করেই এই সাফল্য এসেছে। এর আগে যেসব ঠিকাদাররা চুক্তিভিত্তিতে কাজ করতেন, তাঁরা সেই চুক্তি ঠিকঠাক কার্যকরী করতেন না। যে পরিমাণ কয়লা তোলার কথা থাকত, সে পরিমাণ কয়লা উত্তোলিত হত না। সেকারণে সমস্যার সম্মুখীন হতে হতো। সূত্রের খবর, এই রকম ২৩টি সংস্থাকে এবার সরিয়ে দিয়ে নতুন সংস্থাকে দিয়ে কয়লা উৎপাদন করানো হয়েছে। এই সিদ্ধান্তই এবার সর্বকালীন কয়লা উৎপাদনে অভূতপূর্ব ভূমিকা নিয়েছে বলে জানাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)