প্রসেনজিত্ মালাকার: দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম। রামনবমীর মিছিলেন হাঁটলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বললেন, 'যে কৃষ্ণ, সেই রাম। রাম সবারই ভগবান'।
রামনবমীতে পথে তৃণমূলও। এদিন বোলপুরের চৌরাস্তা এলাকায় রামনবমী মিছিলে পা মেলালেন অনুব্রত। সঙ্গে ছিলেন সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ তৃণমূলের অন্য নেতারা। মিছিল শেষে অনুব্রত বলেন, 'জেলাজুড়ে মিছিল হয়েছে, কোনও অশান্তি হয়নি। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে রামনবমীতে, সবাইতে বলব রামনবমীতে ভালো থাকুন। ভালো পরিবেশ হোক, কোনও হানাহানি ঝগড়া যেন না হয়'।
এদিকে রামনবমীতে ত্রিশূল হাতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আজ, রবিবার বোলপুরের কাছেই কসবা এলাকায় বের গ্রামে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই ত্রিশূল স্থানীয় মন্দির কমিটি। কিন্তু রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলে তো নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন? কাজল বলেন, রাম নবমীর অনুষ্ঠানে অস্ত্র উপহার দেওয়া হয়েছে। উত্সব সবার। তাই অস্ত্র নিয়ে মিছিলেও হেঁটেছি। রামনবমী উপলক্ষ্যে পুজো ও খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়। সেখানে নিজ হাতে খাবার পরিবেশন করেন কাজল শেখ।