• প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে মত্ত স্ত্রী, পিছন থেকে কুড়ুলের কোপ স্বামীর
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • স্ত্রী মজেছেন পরকীয়ায়। রান্না ছেড়ে প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে মত্ত সেই স্ত্রী। এই দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি তাঁর স্বামী প্রসেনজিৎ বিশ্বাস। তারপরেই স্ত্রী অর্পিতা বিশ্বাসকে (২৮) কুড়ুলের কোপ মারেন তিনি বলে অভিযোগ। এর পরে তিনি নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রসেনজিৎকে । এই ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানার রানঘাট পঞ্চায়েতের কোলা গ্রামের।

    জানা গিয়েছে, অর্পিতা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানাতেন। সেই সূত্রেই কয়েকজন যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারা আবার রাতের দিকে ফোন করতেন অর্পিতাকে। এর ফলে তিনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন বলে সন্দেহ করেন প্রসেনজিৎ। তা থেকেই সম্পর্কে অশান্তি শুরু স্বামী-স্ত্রীর। এই অশান্তির জেরে রবিবার স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন স্বামী, অভিযোগ তেমনটাই।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলা গ্রামের বাসিন্দা অর্পিতা বিশ্বাস রবিবার সকাল বেলায় রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ করে চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন রান্নাঘরে লুটিয়ে আছেন অর্পিতা। পাশেই দাঁড়িয়ে প্রসেনজিৎ।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, বছর সাতেক আগে অর্পিতার সঙ্গে বিয়ে হয় বাগদার কোলা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ-এর। তাঁদের পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে | অর্পিতা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো বানাতেন । সেই সূত্রে বেশ কয়েকজন যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা রাতের দিকে প্রায়ই অর্পিতাকে মোবাইলে কল করেন। সেই সব পছন্দ করতেন না প্রসেনজিৎ। তিনি অর্পিতাকে সন্দেহ করতে শুরু করেন। এই বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তারই মধ্যে অর্পিতা মাঝেমধ্যে বাড়ি থেকে একা বেরিয়ে যেতেন। ফিরতেন রাত করে। প্রসেনজিতের সন্দেহ, স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চরমে পৌঁছয়। আর রবিবার সকালে রান্না করার সময়ে স্ত্রীকে ভিডিয়ো কলে ব্যস্ত থাকতে দেখেই আচমকা কুড়ুল নিয়ে সেখানে চড়াও হন প্রসেনজিৎ। এর পর থানায় ফোন করে সব কিছু জানিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন তিনি।

    এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

    প্রসেনজিতের মা সরস্বতী বিশ্বাসের দাবি, সোশ্যাল মিডিয়াতে ভিডিয়ো বানাতে গিয়ে তাঁর পুত্রবধূর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক গড়ে উঠেছিল। তা নিয়ে ছেলে ও পুত্রবধূর মধ্যে অশান্তি হতো। কিন্তু তার যে এত বড় ভয়ঙ্কর পরিণতি হবে, তা তিনি কল্পনা করতে পারেননি।

  • Link to this news (এই সময়)