• রামনবমীর দিন ফিরহাদ হাকিমকে হিন্দুত্বে ফেরার ‘দাওয়াত’ দিলেন সুকান্ত
    হিন্দুস্তান টাইমস | ০৭ এপ্রিল ২০২৫
  • রাজ্যে রামনবমী পালনকে ঘিরে রাজনীতি আর ধর্ম মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে একে অপরকে রাজনীতির বান মারছে বিজেপি ও তৃণমূল। এরই মধ্যে রামনবমীর দিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সনাতন ধর্মে ফেরার ‘দাওয়াত’ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, হিন্দু ছিলেন ফিরহাদের পূর্বপুরুষরা।

    রবিবার রামনবমীর দিনই ছিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। এদিন মুরলিধর সেন স্ট্রিটে দলের রাজ্য দফতরের সামনে দলের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে যোগদান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলেন, ‘আমরা জানি কী ভাবে লড়তে হয়। আমার পূর্বপুরুষ লড়ে গেছে বলে আমার নামের পাশে এখনও মজুমদার আছে, নইলে বদলে যেত। তাদের পূর্বপুরুষ লড়তে পারেনি বলে তাদের ধর্মান্তরণ হয়েছে। তাই কেউ কেউ দাওয়াত দেন, সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি। আপনার পূর্বপুরুষ বাবর বা ইব্রাহিম লোদি ছিল না। আপনাকে দাওয়াত দিচ্ছি, মাথায় ফেটি বাঁধুন জয় শ্রী রাম বলে মছিলে হাঁটুন। পুণ্যের কাজ হবে।’

    নাম না করলেও স্পষ্ট, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেই আক্রমণ করেছেন সুকান্তবাবু। তবে এদিন ফিরহাদ এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি। সম্প্রতি ফিরহাদের একাধিক ধর্মীয় মন্তব্য নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপিসহ হিন্দুত্ববাদীরা। কলকাতার চেতলা অগ্রণী দুর্গা পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক ফিরহাদ হাকিমের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূলও। যার জেরে ফিরহাদকে না কি সতর্কও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)