পথ বার করুন, নইলে আমাদের লাশের ওপর বিধানসভা ভোট হবে, মমতার সভার আগে চাকরিহারারা
হিন্দুস্তান টাইমস | ০৭ এপ্রিল ২০২৫
রবিবার সন্ধ্যায় রাজ্যের যুযুধান ২ পক্ষ যখন রামনবমীতে মাতোয়ারা তখন তৃণমূলসহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে চরম হুঁশিয়ারি দিলেন SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারারা। এদিন সন্ধ্যায় শহিদ মিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে জট খোলার জন্য তৎপর হতে অনুরোধ জানালেন তাঁরা। একই সঙ্গে প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় নিয়েও।
সোমবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এদিন নিজেদের যোগ্য চাকরিহারা বলে দাবি করে শহিদ মিনারে সমবেত হন বেশ কয়েকজন। তাদের পক্ষে মেহেবুব মণ্ডল নামে এক চাকরিহারা যুবক বলেন, ‘আদালতই আমাদের শেষ ভরসা। কিন্তু আমাদের সঙ্গে ন্যায় বিচার হল না। অযোগ্যদের সঙ্গে আমাদেরও বলি দেওয়া হল। মুখ্যমন্ত্রী বলছেন সমবেদনা আছে, বিরোধী দলগুলিও বলছে আমাদের প্রতি সমবেদনা আছে। সবার যখন সমবেদনা আছে তাহলে আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন কেন? আপনারা তাহলে বসুন। আপনারা বলছেন রাস্তা আছে, রাস্তা বের করুন।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট একটা মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে বছরের পর বছর বিশ্লেষণ করে। আর এতজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হল, বিবেচনা করার প্রয়োজন বোধ করল না? হাতের সামনে এত উপকরণ ছিল সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করল না? সেসব না করেই হঠাৎ রায় দিয়ে দিল। আমরা অবশ্যই রায় পুনর্বিবেচনার আবেদন জানাব।’
তিনি বলেন, ‘প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেব না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। কারও কারসাজিতে আমরা কান দেব না। বারুদ সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষা। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি।’
তাঁর অভিযোগ, ‘একজন বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়া গেলে তাঁকে বদলি করে দেওয়া হল। আর আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, তাও আমাদের কুরবানি করে দেওয়া হল। বাহ বিচার ব্যবস্থা! আমাদের সেটাকে মেনে নিতে হবে।’