• গ্রামাঞ্চলের উন্নয়নে ১০২ কোটি টাকার বাজেট উত্তর দিনাজপুর জেলা পরিষদে
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সদ্য শুরু হওয়া অর্থবর্ষে গ্রামাঞ্চলের উন্নয়নে ১০২ কোটি টাকার বাজেট ধার্য করেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। যার মাধ্যমে জেলায়, রাস্তা, কালভার্ট, পানীয় জল, আলো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। সম্প্রতি  সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে উত্তর দিনাজপুর জেলাপরিষদের ২০২৫-২৬ সালের বাজেট। এই অর্থবর্ষে গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ত ক্ষেত্রে। বিশেষ করে রাস্তা, কালভার্ট নির্মাণ সহ ইস্যু রয়েছে। সেই সঙ্গে নিজস্ব আয় বৃদ্ধিতে জোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, জেলার গ্রামীণ উন্নয়নের জন্য জেলাপরিষদ চলতি অর্থবর্ষে ১০২ কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করেছে। এরমধ্যে টায়েড ফান্ড ১২ কোটি ও আনটায়েড ফান্ডে ৮ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। 

    বিগত কয়েক বছরে উত্তর দিনাজপুর জেলাপরিষদের উন্নয়নমূলক কাজ নিয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছে। জেলার গ্রামাঞ্চলগুলিতে কী ধরনের কাজের প্রয়োজন, কোন কোন এলাকায় নতুন রাস্তা তৈরি বা রাস্তা সংস্কারের প্রয়োজন, কোথায় নতুন বাতিস্তম্ভ বা পুরনো বাতিস্তম্ভ সংস্কার করা যায়, এ সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করা হয়েছে জনপ্রতিনিধিদের থেকে। যার উপর ভিত্তি করে উন্নয়নমূলক কাজের ব্যয় বরাদ্দ ঠিক হয়েছে। 

    এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, কালভার্ট নির্মাণ, নিকাশি, পানীয় জলের ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। অর্থ সংস্থা উন্নয়নও পরিকল্পনা খাতে ১১ কোটি টাকা, বন ও ভূমি সংস্কার খাতে প্রায় ১ কোটি, জনস্বাস্থ্য ও পরিবেশ প্রায় ৮ কোটি, আবার পূর্ত কার্য ও পরিবহণ খাতে প্রায় ৬৭ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)