• মোবাইল কিনে দেওয়ার নামে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মানকর: প্রথমে ‌মোবাইল কিনে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। পরে সেই ‌গোপন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে কাঁকসার অনুরাগপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে ওই নাবালিকা অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে বলে অভিযোগ। নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার-পরিজনেরা। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিস। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।  নাবালিকার বাবার অভিযোগ, কয়েক দিন আগে মেয়ের পেটেব্যথা শুরু হয়। আমার স্ত্রী মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চান। তখন মেয়ে জানায় সে অন্তঃসত্ত্বা। নাবালিকা তাদের জানায়, গত বছরের ডিসেম্বর মাসে প্রতিবেশী এক ব্যক্তি মোবাইল কিনে দেওয়ার নাম করে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। তাকে শরবত খাওয়ায়। তারপর সে অচৈতন্য হয়ে পড়ে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই ব্যক্তি। এমনকী, ওই ব্যক্তি নাবালিকাকে গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখায়। তাকে ব্ল্যাকমেল করে বাড়িতে ডেকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা অন্তঃসত্ত্বা জানতে পেরে এলাকার অপর এক যুবক তাকে একটি ট্যাবলেটও খাওয়ায়। পরিবারের সদস্যরা জানান, নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ মার্চ প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দু’দিন চিকিৎসার পর নাবালিকাকে বর্ধমানের একটি হোমে পাঠানো হয়েছে। তবে মেডিক্যাল চেকআপ করার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই নাবালিকাকে। এই ঘটনা নিয়ে বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস বলেন, অভিযুক্তরা শাসকদলের মদতপুষ্ট বলে শুনেছি। তবে অভিযোগ অস্বীকার করে কাঁকসার তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, আমাদের দল কখনওই এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। এসিপি (কাঁকসা) সুমনকুমার জয়সওয়াল বলেন, ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)