• আর্থিক অনিয়মে যুক্ত কলেজ অধ্যক্ষ, ব্রাত্যকে চিঠি বীরবাহার, তোলপাড় ঝাড়গ্রাম
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলার বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় নামী শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা বনমন্ত্রী বীরবাহা হাঁসদা প্রিন্সিপাল উমা ভুঁইয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূতভাবে কাজ করার অভিযোগ তুলেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখে তিনি বিষয়টি জানিয়েছেন। এদিকে কলেজ পরিচালনা নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

    ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এই বছর কলেজ পরিদর্শন করে। ন্যাক মূল্যায়নে কলেজটি বি প্লাস গ্ৰেড পায়। পরিদর্শনকালীন খরচের জন্য গভর্নিং ১৫ লক্ষ টাকা বরাদ্দ করে। প্রিন্সিপালের তরফে গভর্নিং বডিকে জানানো হয়, ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। অনুমোদন ছাড়াই দ্বিগুণ খরচ নিয়ে গভর্নিং বডিতে প্রশ্ন ওঠে। গভর্নিং বডির তরফে অনুমোদনহীন আর্থিক খরচ করা নিয়ে প্রিন্সিপালকে শোকজ করা হয়েছে। প্রিন্সিপালের বিরুদ্ধে আরও অভিযোগ, গভর্নিং বডির অনুমোদন ছাড়াই তিনি কলেজ ছাত্রীদের হস্টেলে থাকা অনুমোদন করেছেন। যথোপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করেই অনুমোদন দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আটজন ছাত্রী হস্টেলে থাকছিলেন। বিষয়টি নিয়ে জট তৈরি হতেই কলেজের তরফে নোটিস জারি করে ছাত্রীদের হস্টেল ছাড়তে বলা হয়। শনিবার সন্ধ্যায় নোটিস জারির প্রতিবাদ জানিয়ে শহরের পাঁচমাথা মোড়ে ভারত জাকাত সান্তাড় পাঠুওয়া সংগঠন পথ অবরোধ করে। কলেজের তরফে তড়িঘড়ি নোটিস তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়। সেখবর মিলতেই অবরোধ তুলে নেওয়া হয়। 

    মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ন্যাক দলের পরিদর্শনকালীন কলেজের গভর্নিং বডির তরফে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রিন্সিপাল বোর্ডকে ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান। দ্বিগুণ খরচ কেন করা হল, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপরেই প্রিন্সিপালকে শোকজ নোটিস ধরানো হয়। এছাড়াও গভর্নিং বডির অনুমোদন ছাড়াই তিনি কলেজ ছাত্রীদের হস্টেলে থাকার অনুমোদন দিয়েছেন। প্রিন্সিপাল ম্যাডামের কাছে জানতে চেয়েছিলাম, হস্টেলে থাকা ছাত্রীদের সুরক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী, সিসি ক্যামেরা, খাবারের বন্দোবস্ত, অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা— এসব আছে তো? তিনি জানান, দু’জন মহিলা নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীকে বিষয়টি দেখার জন্য চিঠি লিখে জানিয়েছি। কলেজের গভর্নিং বডির এক সদস্য এদিন বলেন, বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় সরকার পোষিত কলেজ। আর্থিক সংক্রান্ত যে কোনও খরচ করতে গেলে প্রথমে কলেজের ফিনান্স কমিটিতে উত্থাপন করতে হয়। ফিনান্স কমিটির সিদ্ধান্ত গভর্নিং বডির অনুমোদন না পেলে কার্যকর হয় না। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। কলেজের প্রিন্সিপাল উমা ভুঁইয়াকে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্টের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আমাকে শোকজ করা হয়েছে। তার উত্তর দিয়েছি। অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করব না।
  • Link to this news (বর্তমান)