• টালিগঞ্জের রাস্তায় ‘লেন্টিকুলার আর্ট’, শোভা পাচ্ছেন কৃতী বাঙালিরা
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক সপ্তাহ আগেই টালিগঞ্জের বাঁশদ্রোণী বাজারের সামনের অংশে তৈরি হয়েছে সেলফি জোন, বসার জায়গা। এবার সৌন্দর্যায়নের লক্ষ্যে হল ‘লেন্টিকুলার আর্ট’। 

    উত্তম-সুচিত্রা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা সঙ্গীতশিল্পী রাশিদ খানের ছবিতে সেজে উঠেছে ফুটপাতের রেলিং। দূর থেকে দেখা যাবে তাঁদের মুখ। এই ছবি নজর কাড়ছে আমজনতার। এই ধরনের কাজ কলকাতার বুকে প্রথম বলে দাবি কাউন্সিলারের। তবে নিউটাউনে রাস্তার ধারে লেন্টিকুলার আর্ট চোখে পড়ে। বাঙালির গর্ব উত্তম কুমার, সুচিত্রা সেন, কানন দেবী, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, সংগীতশিল্পী রাশিদ খান, ফুটবলার কৃষাণু দে, সুরজিৎ সেনগুপ্তের প্রতিকৃতি লেন্টিকুলার আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের উপর থাকা সেলফি জোনের সামনের ফুটপাতের রেলিংয়ে। ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ দাস বলেন, ‘এই ধরনের কাজ কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এখানেই প্রথম। মন্ত্রী অরূপ বিশ্বাস দায়িত্ব দিয়েছিলেন। জায়গাটি সুন্দর করে সাজাতে তিনিই বিশেষ উদ্যোগ নিয়েছেন।’ 
  • Link to this news (বর্তমান)