• গড়িয়া-ব্রহ্মপুরে বিভিন্ন অঞ্চলে শুরু ৭০টি গলিপথের কাজ
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়া, ব্রহ্মপুর এলাকার বিভিন্ন জায়গায় একাধিক গলিপথে ভূগর্ভস্থ নিকাশির পাইপলাইন পাতা হয়েছে। খোঁড়াখুঁড়ির ফলে রাস্তার হাল খারাপ। পাশাপাশি বহু কাঁচা রাস্তাও এখানে আছে। একাধিক নতুন প্লটে বাড়ি তৈরি হয়েছে। দিনের পর দিন বেড়েছে বসতি। কিন্তু অনেক অংশে কোনও পাকা রাস্তা নেই। কোথাও আবার পাকা রাস্তা থাকলেও তা নষ্ট হয়ে গিয়েছিল। ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো মানুষকে। এবার প্রায় ৭০টি ছোট-বড় রাস্তার কাজ চলছে। 

    ব্রহ্মপুর বাদামতলা, ছোট সর্দার পাড়া, ভট্টাচার্য পাড়া, নাথ পাড়া, ব্রহ্মপুর প্লেস, পঞ্চাননতলা রোড সহ ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে নতুন করে পাকা রাস্তা তৈরি হচ্ছে। কোথাও হচ্ছে কংক্রিটের পথ, কোথাও পিচের রাস্তা। এই সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও নতুন ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হয়েছে। ফলে গোটা অঞ্চলে নতুন করে রাস্তা তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই জায়গায় নিকাশি পাইপলাইন তৈরির পর ধাপে ধাপে নতুন করে রাস্তাগুলি তৈরি করা হচ্ছে। ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ দাস বলেন, অঞ্চলের বহু জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। বর্ষার আগেই বিভিন্ন জায়গায় নতুন রাস্তার কাজ শেষ করে ফেলা হবে। যাতে কাঁচা রাস্তা মাটি ভর্তি হয়ে জমা জল-কাদার ভোগান্তি পোহাতে না হয় স্থানীয় বাসিন্দাদের। 
  • Link to this news (বর্তমান)