নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় প্রয়াত। রবিবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। এক সময় রাজ্যের লোকায়ুক্ত হিসেবেও দায়িত্ব সামলেছেন সমরেশবাবু। আজ সোমবার কেওড়াতলা মহাশ্মশানে বিকেল পাঁচটা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তাঁর মেয়ে নীহারিকা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অধ্যাপনা করেন এবং ছেলে থাকেন লন্ডনে। ফাইল চিত্র