নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীরিক পরীক্ষার জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেরুদণ্ড জনিত সমস্যা রয়েছে তাঁর। এর আগেও তাঁর অস্ত্রোপচার হয়েছিল। রাজনৈতিক কর্মকাণ্ডে টানা ব্যস্ততার জেরে কিছু সমস্যা বোধ করেন তিনি। সেই সূত্রেই হাসপাতালে চেক আপের জন্য গিয়েছিলেন সুব্রতবাবু। আরও কিছু শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।