অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর থেকেই সেখানে জোড়াফুল শিবিরের সমীকরণে নয়া রং লেগেছে। রামনবমীর দিন জেলায় জেলায় রামনবমী উৎসব পালনের মধ্যেও নজর কাড়ল বীরভূম। অন্যান্য জেলার তুলনায় এই জেলায় তৃণমূলের নেতৃত্বে রামনবমী পালনের উৎসাহ দেখা গেল সবথেকে বেশি। এই প্রথম রামনবমীর মিছিল বার করলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। সবাইকে রামনবমীর বিশেষ শুভেচ্ছা বার্তাও দেন তিনি।
রবিবার রামনবমী উপলক্ষে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বেরোয় বিশাল শোভাযাত্রা। বোলপুরের রেল ময়দান থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে বিকালে নিজ গড়ের এই মিছিলেই পা মেলালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সঙ্গে ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ।
প্রসঙ্গত, এর আগে কখনও অনুব্রত মণ্ডলকে রামনবমীর শোভাযাত্রায় দেখা যায়নি । এই প্রথম শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেল তাঁকে।
রামনবমীর বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যিনি কৃষ্ণ, তিনিই রাম। কোন অশান্তি হয়নি। সকলকে ধন্যবাদ জানাই। রামনবমী রামের জন্মদিনে সকলে যেন ভালো থাকেন। শান্তিতে থাকেন। কোনও খুনোখুনি, হানাহানি যেন না হয়। সবাই ভালো থাকুক।’
উল্লেখ্য, জেলার সদর শহর সিউড়িতে রামনবমীর শোভাযাত্রা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কেও।
বীরভূমের দুবরাজপুরে আবার রামনবমীর একই মিছিলে তৃণমূল ও বিজেপিকে একত্রে হাঁটতে দেখা গেল। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা এবং দুবরাজপুরের তৃণমূল পুরপ্রধান পীযূষ পাণ্ডে একই মিছিলে সামিল হন। ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী ও জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ও।
অন্যদিকে, কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় পালিত রামনবমী কর্মসূচিতে যোগ দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও। এদিন তাঁকে রামনবমীর মিছিলে অংশ নেওয়ার জন্য ধর্মীয় পতাকা-সহ ত্রিশূল দিয়ে সংবর্ধনা জানানো হয়। কাজল বলেন, ‘আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। এটা সম্প্রীতির বাংলা। এটাই বাংলার সংস্কৃতি। মুখ্যমন্ত্রী সব সময় বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার । এখানে কমিটির তরফে আমাকে একটি ত্রিশূল উপহার দেওয়া হয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমাদের ইদ উৎসবে সনাতন ধর্মের ভাইয়েরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরাও এ দিন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম।’