• ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতায়, বইবে দমকা হাওয়া
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • শেষের পথে চৈত্র। আর সেই শেষবেলাতেই কিছুটা হলেও স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে উত্তরবঙ্গেও। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত বাংলায় তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রাও হবে নিম্নমুখী।

    আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু’দিনের মধ্যে কলকাতার তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে ৮৬ শতাংশ এবং ন্যূনতম ২৮ শতাংশ।

    এ দিকে, রাজধানী দিল্লিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রিতে। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ভারতের একাধিক শহরে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা।

  • Link to this news (এই সময়)