চাকরিহারা যাঁদের হাতে পাস রয়েছে, তাঁদের নেতাজি ইন্ডোরের অন্য গেট দিয়ে ঢোকাচ্ছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। দু'পক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেতাজি ইন্ডোর। ব্যারিকেড করা হল নেতাজি ইন্ডোরে।
মণিপুরে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আস্কার আলি মাকাকইয়ায়ুমের বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষিপ্ত জনতা। ওয়াকফ সংশোধনী বিলে আস্কার আলি সমর্থন করায় ওই হামলা চালানো হয়। রবিরার রাতে মণিপুরের থৌবালে তাঁর বাড়িতে হামলা হয়। সূত্রের খবর, বিজেপি সংখ্যালঘু মোর্চার ওই নেতা ক্ষমা প্রার্থনা করে সংশোধনী বিল প্রত্যাহারের আর্জি জানিয়েছেন।
কমেডিয়ান কুণাল কামরা তাঁর স্ট্যান্ড-আপ শো-তে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'গদ্দার' বলে মস্করা করেছিলেন। এর পরে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। এ বার সেই FIR-কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
আজ সোমবার থেকে রাজ্য জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কোনো কোনো জেলায় গতকাল রাতেই বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। তবে আগামী কয়েক দিনে রাজ্যে তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
বিক্ষোভে সামিল চাকরিহারা শিক্ষকরা। নেতাজি ইন্ডোরে সোমবার তাঁদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, সেই বৈঠকে প্রবেশের জন্য অনেককে পাস দেওয়া হচ্ছে না বলে বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, পাস বিক্রি করা হয়েছে। ফলে তাঁদের অনেকেই পাস পাননি। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তাঁদের একাংশ। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন নেতাজি ইন্ডোর-সহ সংলগ্ন এলাকায়।
ফের হবে চাকরি বাতিল? এ বার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে। এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। গত প্রায় ১ বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩ এপ্রিল এ রাজ্যের ২৫ হাজার ৭৫২ জন স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শীর্ষ আদালতের রায় ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তিনি ৭ এপ্রিল বৈঠক করবেন। সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। রবিবার শহিদ মিনার ময়দান থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা হুঁশিয়ারি দিয়েছেন, আজকের সভায় 'অযোগ্য' শিক্ষক-শিক্ষিকারা থাকলে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন।