হার্টের জটিল অস্ত্রোপচারের পরও সুস্থ হচ্ছিলেন না রোগী। দীর্ঘদিন ধরে জ্বরের কারণে হাসপাতালেই ছিলেন। বি.আর. সিং হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সঠিক শুশ্রুষার পর অবশেষে ৫২ বছরের রোগী ফিরে পেলেন নতুন জীবন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্টের জটিল সমস্যা, পোস্ট অর্টিক ভালভ-এর সফল সার্জারির পরও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি রোগী। দীর্ঘ সময় ধরে একটানা ভুগছিলেন জ্বরে। প্রাইভেট হাসপাতালের বহু টেস্ট করানো হলেও অসুস্থতার সঠিত কারণ ধরা পড়েনি। ওষুধ দেওয়ার পরও অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। এমন পরিস্থিতি তাঁর চিকিৎসা ভার নেন বিআর সিং হাসপাতালের সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার ডঃ অজয় গৌতম। তাঁর তত্ত্বাবধানে রোগীর ইকোকার্ডিয়োগ্রাফি করানো হয়। সেই পরীক্ষাতেই চিহ্নিত হয় দীর্ঘ অসুস্থতার কারণ।
টেস্ট রিপোর্টে জানা যায়, রোগীর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কারণে মাইট্রাল ভালভে ভেজিটেশন শুরু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেন ডঃ গৌতম। তিন সপ্তাহ ধরে রোগ নির্মূল করতে দেওয়া হয় ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক। চিকিৎসক জানিয়েছেন, তাঁকে সুস্থ করে তোলার জন্য দরকার ছিল সঠিক মেডিশিন, ধৈর্য এবং পর্যবেক্ষণ। টানা তিন সপ্তাহের বেশি এভাবেই চলে শুশ্রুষা।
গত পয়লা এপ্রিল ফের টেস্ট করা হলে এ বার সুস্থ হয়ে ওঠার প্রমাণ দেখা যায় রিপোর্টে। ইকোকার্ডিওগ্রাফিতে দেখা যায় মাইট্রাল ভালভ-এ আর কোনও ভেজিটেশন নেই। এক মাস টানা শুশ্রুষার পর সম্প্রতি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এ বার বাড়ির পথে রোগিনী। কিন্তু সঠিক সময়ে রোগটি চিহ্নিত না হলে তাঁকে বাঁচানো মুশকিল ছিল। তাঁর পরিবার সম্পূর্ণ ভাবে এর কৃতিত্ব দিচ্ছেন বি.আর. সিং হাসপাতালে ও চিকিৎসকের দক্ষতাকেই।