• বুনো হাতির আক্রমণে মৃত্যু দুই মহিলার, দিন কাটছে আতঙ্কে, তটস্থ গ্রামবাসীরা...
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে দুটি পৃথক ঘটনায় প্রাণ গেল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দুটি আলাদা জঙ্গলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাফিয়ার রেহমান (৫০) এবং রাজেন ওঁরাও (৫২)। প্রথম ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটা নাগাদ।

    সাফিয়ার সহ তিন ব্যক্তি জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়েছিলেন। আচমকা একটি বুনো হাতি এসে পড়ে তাদের সামনে। পালাতে গেলে হাতিটি সাফিয়ারকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা বাকি দু’জন কোনরকমে পালিয়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দিনের দ্বিতীয় ঘটনাটি ঘটে বিকেলে।

    একই জঙ্গলের অন্য একটি অংশে। রাজেন ওঁরাও একদল মহিলার সঙ্গে কাঠ সংগ্রহ করছিলেন।  সেই সময় হঠাৎই আরও একটি বুনো হাতি তাঁদের সামনে চলে আসে। মহিলারা পালাতে সক্ষম হলেও, রাজেনকে পায়ে পিষে মেরে ফেলে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেনের। হাতির আক্রমণে গুরুতর আহত হন কুসুম এবং লায়লা নামের দুই মহিলা।

    তাঁদের প্রথমে উদলাবাড়ি হাসপাতাল ও পরে গুডস সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই ভর্তি রয়েছেন। পুলিশ এবং বন দপ্তরের তরফে জানানো হয়েছে, দুটি ঘটনাতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পরপর এই হামলায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক প্রশাসন।
  • Link to this news (আজকাল)