সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। আদালতের রায়ের পর রাজ্যজুড়ে চাকরিহারাদের হাহাকার। তাঁদের বিকল্প দিশা দেখাতে আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দেন মমতা, সারা রাজ্য তাকিয়ে সেদিকে। ওই সমাবেশ সংক্রান্ত প্রতি মুহূর্তের খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।
সকাল ১০.০২: যোগ্য বনাম অযোগ্য লড়াইয়ে উত্তপ্ত শহর। বিক্ষোভের মুখে নেতাজি ইন্ডোরে ঢুকতেই পারলেন না আবুল বাশার। শান্তি বজায় রাখতে মাইকিং পুলিশের। পৌঁছলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।
সকাল ৯.৪৫: যাঁদের পাস নেই তাঁদের বিক্ষোভ না দেখিয়ে অপেক্ষা করার বার্তা পুলিশের।
সকাল ৯.৪৪: যাঁদের পাস আছে তাঁদের অন্য পথে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোরে।সকাল ৯.৪০: ঘটনাস্থলে পৌঁছলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
সকাল ৯.৩৭: ‘হয় চাকরি দিতে হবে, নইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করব’, দাবি চাকরিহারাদের।
সকাল ৯.৩৬: মাইকিং করে বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
সকাল ৯.১৯: বাবুঘাটে বিক্ষোভ চাকরিহারাদের একাংশের।
সকাল ৯.১৬: চাকরিহারাদের মিছিলেও উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।
সকাল ৯.১০: বাড়ানো হল নেতাজি ইন্ডোরের নিরাপত্তা।সকাল ৯.০৬: নেতাজি ইন্ডোরের সামনে বিক্ষোভ চাকরিহারাদের একাংশের। তাঁদের দাবি, ‘সকলের বৈঠকে যোগ দেওয়ার অধিকার আছে’।সকাল ৯: বৈঠকের আগে ‘আমরা যোগ্য’ পাস বণ্টন নিয়ে উত্তেজনা।সকাল ৮.৫০: ওএমআর শিট হাতে শহিদ মিনার থেকে নেতাজি ইন্ডোরের দিকে রওনা চাকরিহারারা।