• আশার আলো, বন্ধ্যত্বের চিকিৎসায় এ বার এআই
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • এই সময়: বন্ধ্যত্বের চিকিৎসায় এআই (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স) ব্যবহারের ভূমিকা নিয়ে আলোচনা এখন সময়ের তাগিদেই জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। তাই আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইস্টার্ন ইন্ডিয়া ফার্টিলিটি কনক্লেভের আলোচ্য বিষয় হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তারই পাশাপাশি বন্ধ্যত্ব নিবারণে প্রোবায়োটিকসের ভূমিকা।

    শনিবার ওই কনক্লেভের উদ্যোক্তা হিসেবে ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের রাজ্য শাখার তরফে একটি সাংবাদিক বৈঠকে সংগঠনের চেয়ারপার্সন, বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞ সুদীপ বসু জানিয়েছেন, কলকাতা–সহ দেশের বিভিন্ন অংশের প্রসিদ্ধ ইনফার্টিলিটি ফিজ়িশিয়ানরা এই সম্মেলনে অংশ নিয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা ভাগাভাগি করে নেবেন। চিকিৎসকরা জানান, আগামী শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে কনক্লেভ।

    সেখানে নারী–পুরুষ উভয়েরই বন্ধ্যত্বের কারণ বিশ্লেষণ করতে ব্যবহৃত অত্যাধুনিক পেলভিক আলট্রাসাউন্ড, ফার্টিলিটি স্ক্যান, থ্রি-ডি টুলস, ওভারিয়ান প্যাথলজি–সহ নানা পরীক্ষা–নিরীক্ষা সম্পর্কে সবিস্তার আলোচনায় অনেক নতুন নতুন তথ্য উঠে আসবে যা আগামী দিনে সন্তানকামী দম্পতিদের আশার আলো দেখাবে।

    সন্তানহীন দম্পতির জেনেটিক কোড বিশ্লেষণ করে বন্ধ্যত্বের সুনির্দিষ্ট কারণ জানা গেলে চিকিৎসায় ভালো ফল আশা করা যাবে বলে জানান চিকিৎসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, বন্ধ্যত্ব দূর করার কোন চিকিৎসা পদ্ধতিতে সেরা ফল মিলবে, কোন চিকিৎসায় ঝুঁকি থাকবে সবচেয়ে কম, সে সব ব্যাপারে আগামী দিনে এআই যে প্রভূত সাহায্য করবে, তাতে সন্দেহ নেই।

  • Link to this news (এই সময়)