• কোর্টের নির্দেশই সার, শান্তির রামনবমীতে অস্ত্রের ঝঙ্কারও
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • এই সময়: আদা‍লতের নির্দেশ উপেক্ষা করেই রামনবমীর শোভাযাত্রা থেকে ভেসে এল অস্ত্রের ঝনঝনানি। পুলিশের সামনেই মালদা, আসানসোল, পুরুলিয়া, বীরভূমের সিউড়ি–সহ রাজ্যের বেশ কিছু জায়গায় অস্ত্র হাতে শোভাযাত্রায় হাঁটলেন অনেকেই। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকেও দেখা গেল খোলা তলোয়ার হাতে রামনবমীর শোভাযাত্রায় হাঁটতে।

    পুরুলিয়ায় অস্ত্র হাতে মিছিল করলেন এলাকার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতোও। প্রতি বছরই রামনবমীর দিন অস্ত্র–মিছিলকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। যে কারণে এই বছর রামনবমীর অনেক শোভাযাত্রায় অনুমতি দিতে চায়নি পুলিশ–প্রশাসন। তবে কিছু জেলার রামনবমী উদ্‌যাপন কমিটিগুলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত শর্তসাপেক্ষে শোভাযাত্রা করার অনুমতি দেয়। তার মধ্যে অন্যতম শর্ত ছিল, অস্ত্র মিছিল করা যাবে না। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র মিছিল হলো।

    যদিও গেরুয়া নেতৃত্বের অনেকেই অস্ত্র মিছিলের দায় নিতে চাইছেন না। এক আরএসএস নেতার কথায়, ‘আমরা কাউকে অস্ত্র নিয়ে মিছিল করতে বলিনি। বিভিন্ন সংগঠন রামনবমীর শোভাযাত্রা করেছে। কেউ কোথাও অস্ত্র নিয়ে চলে গেলে সেটা নিয়ন্ত্রণ করা মুশকিল।’ মালদার রামনবমী উদযাপন সমিতির সভাপতি কাজল গোস্বামী বলেন, ‘আমরা বারবারই বলেছি, শোভাযাত্রায় অস্ত্র নিষিদ্ধ। কারা অস্ত্র নিয়ে মিছিল করেছে, জানি না। আমরা অস্ত্র বহনের পক্ষে নয়।’

    আসানসোলে অগ্নিমিত্রার অস্ত্র হাতে মিছিলে হাঁটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ‘বিজেপি কোনও নিয়ম মানে না। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। তারপরও সেই নির্দেশ মানলেন না অগ্নিমিত্রারা।’ তবে তলোয়ার নিয়ে মিছিলে হেঁটে কোনও অন্যায় করেছেন বলে মনেই করছেন না আসানসোল দক্ষিণের বিধায়ক। তাঁর কথায়, ‘হিন্দু দেব–দেবীর হাতে অস্ত্র থাকে। দুষ্টের দমন করার জন্য তাঁদের হাতে অস্ত্র থাকে। ফলে আমি অস্ত্র নিয়ে মিছিলে হেঁটে কোনও অন্যায় করেছি—এমনটা মনে করি না।’

    পুরুলিয়ার বিজেপি সাংসদের অস্ত্র নিয়ে মিছিল করা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘উনি পুরুলিয়ার সাধারণ মানুষকে ভয় দেখা‍নোর জন্য অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে হেঁটেছেন। বিজেপির কাজই হচ্ছে আইন ভাঙা।’ এ প্রসঙ্গে জ্যোর্তিময়ের জবাব, ‘কোনও অন্যায় করিনি। দেবতাদের হাতেও অস্ত্র থাকে। সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই অস্ত্র।’

  • Link to this news (এই সময়)