• যেতে পারবেন স্কুলে, মমতার আশ্বাসেও স্বস্তি ফেরেনি ‘চাকরিহারা’ শিক্ষক-শিক্ষাকর্মীদের
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৫
  • নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘যোগ্য কারও চাকরি যাবে না।’ কোর্টের রায়ে ‘চাকরিহারা’ কাউকে যে এখনও বরখাস্ত করেনি মধ্যশিক্ষা পর্ষদ, তা-ও দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তারপরেও নেতাজি ইন্ডোর থেকে স্বস্তিতে ফিরতে পারলেন না শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।

    তাঁদের প্রশ্ন, ‘সরকার রিভিউ পিটিশন এবং ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যে হতে চলেছে, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে আমাদের চাকরি যে সুরক্ষিত এবং আগের মতো অবসর পর্যন্ত কাজ করতে পারব সমস্ত সুযোগ সুবিধা সমেত, তা নিশ্চিত হওয়া যায় না!’ অন্য এক শিক্ষক বলেন, ‘আমরা আপাতত স্কুলে যাব। কিন্তু, বেতন নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বললেন না। আর চাকরি থাকলেও তা কতদিনের জন্য, সেই সব প্রশ্ন রয়েই গেল।’

    ২০১৬ সালের এসএসসির নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে রাজ্যে রাতারাতি শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫২ জনের চাকরি অনিশ্চিত হয়ে যায়। তাঁদের ভবিষ্যৎ কী হবে? তা নিয়ে প্রশ্ন উঠছিল।

    এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের উদ্দেশে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের নির্যাস, যোগ্যদের চাকরি যাবে না। তিনি বলেন, ‘আমাদের এ, বি, সি,ডি,ই সমস্ত প্ল্যান তৈরি। আপনারা তো স্কুলে না যাওয়ার জন্য কোনও নোটিস পাননি। সে ক্ষেত্রে আপনারা স্কুলে যাবেন না? বাচ্চাদের পড়াবেন না? ভলান্টারি সার্ভিস সবাই দিতে পারে। তা কারও আটকানোর ক্ষমতা নেই।’

    অর্থাৎ, পর্ষদ এখনও কাউকে বরখাস্তের নোটিস ধরায়নি, তা একপ্রকার স্পষ্ট। ফলে পর্ষদের নতুন কোনও বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এই প্রায় ২৬ হাজার জন স্কুলে যেতে পারবেন।

    সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেওয়ার পাশাপাশি রায়ের ব্যাখ্যা চাওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তাৎপর্যপূর্ণ বার্তা, ‘যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোন রাখ ঢাক না রেখে বলছি, যা করব সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব।’ ‘যোগ্য শিক্ষাকর্মী’-দেরও স্কুলে যেতে কোনও বাধা নেই বলে জানান তিনি।

    মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমার জীবনে আমি জেনেশুনে কোনওদিন কারও চাকরি খাইনি, কাউকে শাস্তি দিইনি।’ এই বৈঠকের পরেও শিক্ষকদের একাংশের প্রশ্ন, ‘আপাতত চাকরি থাকলেও তার ভবিষ্যৎ কী?’

  • Link to this news (এই সময়)