এই সময়: রাস্তায় ল্যাম্পপোস্ট থাকলেও, আলো নেই — বিধাননগর পুরনিগম জুড়ে অনেক জায়গাতেই ছবিটা এমন। এর ফলে যেমন সমস্যা হয় পথচারী বা গাড়ি চালকদের, তেমনই নিরাপত্তার অভাবে ভোগেন বাসিন্দাদের অনেকে। রাত বাড়লে দুষ্কৃতীরা সক্রিয় হয় বলেও অভিযোগ। একাধিকবার বিষয়টি পুরনিগমে জানিয়েছেন বাসিন্দারা। অবশেষে সেই সমস্যা মিটতে চলেছে। তাদের আওতাধীন এলাকা জুড়ে ৪,৫০০ স্ট্রিট লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরনিগম। গ্রিন সিটি মিশনে রাজ্য সরকারের থেকে ৪ কোটি টাকা মিলেছে। তাতেই ৪১টি ওয়ার্ডে আলোর সমস্যা মেটানো হবে।
পুরনিগম সূত্রের খবর, ৪ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকায় ৪৫ ও ৬০ ওয়াটের ৪০৬০টি এলইডি লাইট বসানো হবে। বাকি অর্থে ৯০ ওয়াটের ৪০৫টি এলইডি লাইট বসবে। বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও বসানো হবে নতুন আলো। পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সল্টলেক জিডি ব্লকের বাসিন্দা অরিত্র চৌধুরী বলেন, ‘মেন রাস্তায় আলোর সমস্যা নেই। তবে ব্লকের ভিতরে আলোর সংখ্যা পর্যাপ্ত নয়। সে দিকে নজর দেওয়া উচিত।’
শুধু আলো বসালেই হবে না। ঠিকমতো রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়া জরুরি দাবি কেষ্টপুরের বাসিন্দা মালতী চৌধুরীর। এ প্রসঙ্গে বিধাননগর পুরনিগমের এক কর্তা বলেন, ‘নতুন করে লাইট বসানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। নজরদারির জন্য বিশেষ টিমও তৈরি হবে।’