আজকাল ওয়েবডেস্ক: চৈত্রের শেষলগ্নে তীব্র গরম থেকে মিলবে রেহাই। একটানা সাতদিন স্বস্তির বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলা জুড়ে। কোথাও কোথাও বৃষ্টির জেরে স্বস্তি পাওয়া গেলেও, কোনও জেলাতে আবার চরম দুর্যোগের আশঙ্কা। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তার পরের তিনদিন একধাক্কায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আজ থেকে আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাত, বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে হলুদ সর্তকতা রয়েছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে নদীতে জলোচ্ছ্বাস বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে।