প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ছুটির দিন বলে বাজারে অন্যান্য দিনের তুলনায় বেশি ভিড় থাকে। এদিনও তাই ছিল। হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে বাজারের মধ্যে ঢুকে পড়ে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কাও মারে। এরপর একটি স্কুটার ধাক্কা মেরে, সেখানেই থেমে যায়।
দুর্ঘটনার জেরে কমপক্ষে দশজন পথচারী আহত হয়েছেন। গাড়িটিতে দু'জন মহিলা ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকে আটক করেছে। শুরু হয়েছে তদন্ত।
এদিকে দুর্ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই বাজারের রাস্তাটি বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। ছ'বছর এই রাস্তায় গাড়ি চলাচল করে না। রাস্তার কাজ চলছে দীর্ঘদিন ধরে। এই অবস্থায় কীভাবে দ্রুত গতির গাড়িটি এই রাস্তায় ঢুকে পড়ল, তা ঘিরে প্রশ্ন তুলেছেন সকলে।