শাসক দলের নেতাদের 'উত্তমমধ্যম' দেওয়ার নিদান দিলেন সুকান্ত মজুমদার। সোমবার মুখ্যমন্ত্রী-চাকরিহারাদের সভার পর সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত। সেখানেই তৃণমূল নেতাদের গাছে বাঁধার কথা বলেন। সুকান্তের কথায়, 'তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন। গাছে বেঁধে উত্তমমধ্যম দিন'।
এদিন সুকান্ত বলেন, 'এই চাকরি যাওয়া ও দুর্নীতির ঘটনায় একমাত্র যদি কোনও ব্য়ক্তি দায়ী থাকেন, তবে তাঁর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর'। সুকান্তের দাবি, 'শাসক দলের চরম দুর্নীতির কারণে' এই পরিস্থিতি।
অযোগ্যদের চাকরির প্রেক্ষিতে সুকান্তর দাবি, 'টাকার বিনিময়ে শাসক দল চাকরি পাইয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী খালি সমাজের উঁচুস্তরের, ধনীদের কথা ভাবেন। তাদের বাড়ির সন্তান সরকারি স্কুলে যায় না। ওঁরা ভেবেছেন, সরকারি স্কুলে তো গরিব, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষরা ছেলেমেয়েকে পাঠান। ওখানে টাকার বিনিময়ে অযোগ্যকে শিক্ষক করলে কিছু যায় আসে না। এমনটাই ভাবে বর্তমান রাজ্য সরকার'। টাকা নিয়ে চাকরি দেওয়ায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেন সুকান্ত। বলেন, 'চোরদের বাইরে থাকার কোনও অধিকার নেই'।
এরপরেই রীতিমতো রণং দেহি মূর্তি নেন সুকান্ত। সরাসরি তৃণমূল নেতাদের মারধরের নিদান দিয়ে ফেলেন। সুকান্ত বলেন, 'তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন। গাছে বেঁধে উত্তমমধ্যম দিন'।