• স্কুলগুলিতে শিক্ষক কই? বিপদে পড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ
    আজ তক | ০৭ এপ্রিল ২০২৫
  • SSC Recruitment Scam Case: এসএসসি শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তে সাময়িক ছাড় চেয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে একটি আবেদন জানানো হয়েছে, যাতে বর্তমানে চাকরি হারানো প্রার্থীরা অন্তত চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত ক্লাস নিতে পারেন।

    বহু স্কুলে পড়াশোনা কার্যত বিপর্যস্ত

    পর্ষদের বক্তব্য, হঠাৎ করে প্রায় ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে বাদ দেওয়ায় রাজ্যের বহু স্কুলে পড়াশোনা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও একেবারে শিক্ষকশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সব তথ্যসহ আবেদন দাখিল করা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। বর্তমান পরিস্থিতিতে  পঠনপাঠন কী ভাবে চালানো হবে, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। স্কুলগুলির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যের শিক্ষা দফতর স্পষ্ট করে কোনও নির্দেশিকা প্রকাশ করেনি। 

    কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক

    সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, পুরনো প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করতে হবে। পর্ষদ চাইছে, সেই নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত বা অন্তত বর্তমান শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত প্রাক্তন কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 

    যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশের আবেদন

    এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারানোদের সঙ্গে সাক্ষাতে বলেন, 'সবাইকে অযোগ্য বলার এখতিয়ার কার? স্কুলের দায়িত্ব নেবে কে?' তিনি জানান, রাজ্য সরকারের তরফ থেকেও শীঘ্রই সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনা চাওয়া হবে। পাশাপাশি আদালতের কাছে আবেদন জানানো হবে যেন যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হয়।
  • Link to this news (আজ তক)