• আমি বেঁচে থাকতে, যোগ্য কারও চাকরি যাবে না, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ০৭ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই কোনও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ, সোমবার দুপুর ১২টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় প্রথমে মুখ্যমন্ত্রীকে নিজেদের আর্জি জানান সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধিরা। কোনও ভাবেই যাতে তাঁদের চাকরি না যায়, সেদিকে সরকারের নজর দেওয়ার আর্জি করা হয়। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘আমি বেঁচে থাকতে, যোগ্য কারও চাকরি যাবে না।’পাশাপাশি তিনি আশ্বাস দেন, যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। এর জন্য যাবতীয় যা ব্যবস্থা তা রাজ্য করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “আপনারা তো এখনও কোনও চাকরি ছাঁটাইয়ের চিঠি পাননি। তাহলে কেন আপনারা স্কুলে যাবেন না। কোথাও ভলেন্টিয়ারি সার্ভিস দিতে তো কোনও বাধা নেই।” অবশ্য পরে ‘ভলেন্টিয়ারি সার্ভিস’-এর ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।আপাতত পরবর্তী পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালত থেকে কারা যোগ্য ও কারা অযোগ্য সেই তালিকা চাওয়া হবে। বিষয়টি স্পষ্ট হলে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কোনও ভাবেই কোনও যোগ্য চাকরিপ্রার্থীর চাকরি যাবে না বলে এদিন নিশ্চিত করেছেন তিনি। এই বিষয়ে তিনি রয়েল বেঙ্গল টাইগারের মতোই লড়বেন বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)