• তৃণমূল জেলা সভাপতিকে প্রণাম বিজেপি সাংসদের
    দৈনিক স্টেটসম্যান | ০৭ এপ্রিল ২০২৫
  • রামনবমীতে ‘সম্প্রীতির বাংলা’ দেখল গোটা দেশ। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এই উৎসবকে ঘিরে অশান্তির আশঙ্কা ছিল। তা রুখে দিতেও সবরকম ভাবে প্রস্তুতি ছিল পুলিশ-প্রশাসন। ধর্মচর্চার সঙ্গে বাংলা জুড়ে সাম্প্রদায়িকতার পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতির ছবিও ধরা পড়ল। রামের নামে মিলে গেল রাজ্যের শাসক-বিরোধী। মিছিলের মাঝে দেখা হতেই রায়গঞ্জে তৃণমূলের জেলা সভাপতি তথা এলাকার দাপুটে নেতা কানাইয়ালাল আগরওয়ালের পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। এমনকি তাঁকে পরিয়ে দিলেন খাদির উত্তরীয়ও।

    এই রাজনৈতিক সৌজন্যের ছবি নজর কেড়েছে গোটা বাংলার। রবিবার রায়গঞ্জ শহরে একদিকে কার্তিক পালের নেতৃত্বে মিছিল চলছিল। অন্যদিক থেকে রামনবমীর শোভাযাত্রায় শামিল হয়েছিলেন ইসলামপুরের পুরচেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। মাঝপথে দেখা হয় তাঁদের। বিজেপি সাংসদ কার্তিক এগিয়ে এসে কানাইয়ালালের পা ছুঁয়ে প্রণাম করেন। সৌজন্যে খামতি রাখেননি কানাইয়ালালও। অনুজ কার্তিককে নমস্কার করে উত্তরীয়ও গ্রহণ করেছেন হাসিমুখে। কিছু কথাবার্তাও হয়েছে তাঁদের মধ্যে। রামনবমীর দিনে এহেন সৌজন্যের ছবি দেখে আপ্লুত মিছিলে যোগদানকারী জনতা বলছেন, ‘এটাই সম্প্রীতির বাংলা।’

    এ প্রসঙ্গে সাংসদ কার্তিকের বক্তব্য, ‘আগে সবাই আমরা মানুষ, তারপর পদ এবং রাজনীতির হিসেব।’ কানাইয়ালালের ভাষায়, ‘এটাই রাম-বাংলার উৎসবের ঐতিহ্য। ছোটরা বড়দের প্রণাম করেন এবং বড়রা আশীর্বাদ করেন সেটাই হয়েছে। এটা নিতান্তই ব্যক্তিগত।’ প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রার্থী নিয়ে বিস্তর সমস্যায় পড়েছিল গেরুয়া শিবির। প্রাথমিকভাবে তিনজনের নাম ভাবা হলেও সেখান থেকে একজনকে নির্বাচনী ময়দানে নামানোর ক্ষেত্রে বিস্তর ভাবতে হয়েছিল বিজেপিকে।

    শেষমেশ তরুণ প্রার্থী কার্তিক পালের উপরই ভরসা রাখা হয়। নেতৃত্বের ভরসা যোগ্য জবাবও দিয়েছেন তিনি। রায়গঞ্জ থেকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে জিতেছেন কার্তিক। যার জেরে এবারও উত্তরবঙ্গের এই আসনটি দখলে আসেনি রাজ্যের শাসক শিবিরের। তবে গেরুয়া শিবিরের জনপ্রতিনিধি হলেও শোনা যায়, এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তেমন বিরোধে জড়াননি কার্তিক পাল। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও তাঁকে ভালোবাসার চোখেই দেখেন। এক কথায়, রাজনৈতিক ভাবে সর্বদা শাসক-বিরোধী তরজা থাকলেও রায়গঞ্জে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক তৃণমূল-বিজেপির। যার প্রতিফলন ঘটল এই রামনবমীর উৎসবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)