• '২ মাসের মধ্যে যোগ্যদের চাকরি, প্ল্যান A টু E রেডি', চাকরিহারাদের মুখ্যমন্ত্রী মমতার আশ্বাস...
    ২৪ ঘন্টা | ০৭ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ নেতাজি  ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুনলেন চাকরিহারাদের কথা। পাশাপাশি সরকার এই পরিস্থিতিতে সমস্ত চাকরিহারাদের পাশে রয়েছেন সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের এই বৈঠকে প্রায় ১২ হাজার চাকরিহারার উপস্থিত থাকার কথা। সুপ্রিম কোর্টের রায়ের পর রাতারাতি চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। এবার তাঁদের নিয়েই বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ' আমরা প্রথমে পরিষ্কার করে তদন্ত করব। দু'মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করব। আপনারা নিজেদের সার্ভিস ব্রেক করবেন না।'

    পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, 'কারও চাকরি যাবে না। আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি সেইভাবে সঠিক উত্তর না মেলে, তাহলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য অন্য কোনও বিকল্প ব্যবস্থা করে দেবে। যত দিন না সরকারের পক্ষ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন, তত দিন স্কুলে গিয়ে ভলান্টারি সার্ভিস দিতে পারেন আপনারা।'

    আজকের এই বৈঠক ঘিরে ছিল কড়া পুলিসি ব্যবস্থা। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে চাকরিহারাদের জন্য ২ ধরনের কার্ড বণ্টন করা হয়েছে। যাঁরা নীচে বসবেন তাঁদের জন্য এক ধরনের কার্ড এবং যাঁরা গ্যালারিতে বসবেন, তাঁদের জন্য আরেক ধরনের।

    তবে 'এতকিছু' ব্যবস্থাপনার পরেও, বৈঠকের পাস নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়েছিল  ইনডোর স্টেডিয়ামে।  যাঁদের পাস-কার্ড নেই, তাঁদের সঙ্গে যাঁদের কার্ড আছে, তাঁদের দফায় দফায় মারপিটে উত্তেজনা। বেলা ১২টায় বৈঠকের জন্য এদিন সকাল ৮টা থেকেই  ইনডোর স্টেডিয়ামে যাওয়ার জন্য বিশাল লাইন পড়ে জর্জ টেলিগ্রাফ মাঠে। চাকরিহারাদের সবার হাতেই রয়েছে ওএমআর শিটের ফটোকপি। এখন লাইনের ভিড়  ইনডোর স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। যাঁদের পাস আছে, তাঁরাই শুধু ঢুকতে পারবেন, এই পরিস্থিতিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস মাইকিং করছে। উপস্থিত আছেন সিপি নিজেও।

    অবশেষে যখন বৈঠক শুরু হয় তখন মুখ্যমন্ত্রী বলেন, 'দুই মাস কষ্ট করলে কুড়ি বছর কষ্ট করতে হবে না। এমনকি দুই মাস পুষিয়ে দেব।' অবশেষে যখন বৈঠক শুরু হয় তখন মুখ্যমন্ত্রী বলেন, 'দুই মাস কষ্ট করলে কুড়ি বছরের কষ্ট নষ্ট হবে না। এমনকি দুই মাস পুষিয়ে দেব।' পাশাপাশি এদিন বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, '২০২২ থেকে খেলা শুরু করেছিল, নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই খালি বাংলাকে বঞ্চিত করছে। কোনটা মুখ আর কোনটা মুখোশ চিনতে হবে। ' 

  • Link to this news (২৪ ঘন্টা)