• ব্যানারহীন মঞ্চেই চাকরিহারাদের মুখোমুখি মমতা! পাস নিয়ে মারপিটে 'রণক্ষেত্র' ইনডোর...
    ২৪ ঘন্টা | ০৭ এপ্রিল ২০২৫
  • শ্রেয়সী গাঙ্গগুলি ও প্রবীর চক্রবর্তী: নেতাজি  ইনডোর স্টেডিয়ামে আজ চাকরিহারাদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। চাকরিহারাদের কথা যেমন মুখ্য়মন্ত্রী শুনবেন, ঠিক তেমনই সরকার এই পরিস্থিতিতে কী ভাবছে, তাঁদের পাশে কীভাবে দাঁড়াতে চাইছে সে কথাও জানাবেন তিনি। এদিনের এই বৈঠকে প্রায় ১২ হাজার চাকরিহারার উপস্থিত থাকার কথা। 

    যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে সরকার ফের কোর্টে আবেদন করতে পারে, সেই সম্ভাবনাই ক্রমশ জোরদার হচ্ছে। যতদিন পর্যন্ত না নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততদিন যাতে তাঁরা কাজ করতে পারেন তেমন আবেদনেরও ভাবনা চলছে। অনেকে আবার এও মনে করছেন যে চাকরিহারাদের যদি পার্টটাইম হিসেবে বিদ্যালয়ে রেখে দেওয়া যায়। যদিও যোগ্য অথচ চাকরিহারারা জানিয়েছেন, তাঁরা তাঁদের আগের চাকরির ফেরত চান। আজকের এই বৈঠক ঘিরে রয়েছে কড়া পুলিসি ব্যবস্থা। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে চাকরিহারাদের জন্য ২ ধরনের কার্ড বণ্টন করা হয়েছে। যাঁরা নীচে বসবেন তাঁদের জন্য এক ধরনের কার্ড এবং যাঁরা গ্যালারিতে বসবেন, তাঁদের জন্য আরেক ধরনের।

    তবে 'এতকিছু' ব্যবস্থাপনার পরেও, বৈঠকের পাস নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে  ইনডোর স্টেডিয়ামে।  যাঁদের পাস-কার্ড নেই, তাঁদের সঙ্গে যাঁদের কার্ড আছে, তাঁদের দফায় দফায় মারপিটে উত্তেজনা। বেলা ১২টায় বৈঠকের জন্য এদিন সকাল ৮টা থেকেই  ইনডোর স্টেডিয়ামে যাওয়ার জন্য বিশাল লাইন পড়ে জর্জ টেলিগ্রাফ মাঠে। চাকরিহারাদের সবার হাতেই রয়েছে ওএমআর শিটের ফটোকপি। এখন লাইনের ভিড়  ইনডোর স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। যাঁদের পাস আছে, তাঁরাই শুধু ঢুকতে পারবেন, এই পরিস্থিতিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস মাইকিং করছে। উপস্থিত আছেন সিপি নিজেও।

    দুজন শিক্ষিকা অভিযোগ করেন, তাঁদের পাস ছিনতাই হয়ে গিয়েছে। তাঁদের মারধর করে কার্ড নিয়ে নেওয়া হয়েছে। একজনের পা কেটে গিয়েছে বলেও অভিযোগ। ছিঁড়ে গিয়েছে জুতোও। ২ জন অসুস্থও হয়ে পড়েছে বলে খবর। একজন মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছেন। সব মিলিয়ে বৈঠকের পাস নিয়ে ব্যাপক অশান্তি, নেতাজি  ইনডোরের সামনে দফায় দফায় উত্তেজনা! ওদিকে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ প্রায় ১৯ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ব্রাত্য বসু ও অরূপ বিশ্বাস। মঞ্চে নেই কোনও ব্যানার বা রাখা হয়নি কোনও ব্যাকড্রপও। ব্যানারহীন মঞ্চ থেকেই আজ চাকরিহারাদের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

  • Link to this news (২৪ ঘন্টা)