• ২৬ হাজার চাকরি বাতিলের পর এবার শ'য়ে শ'য়ে শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত
    হিন্দুস্তান টাইমস | ০৭ এপ্রিল ২০২৫
  • SSC নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারানোর পর এবার আরও এক দুর্নীতিতে বেআইনিভাবে নিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন স্কুলে চাকরিরত ১৩১ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর ফলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

    এদিন বিচারপতি বসু বলেন, ‘এই নিয়োগে কোনও নিয়ম মানা হয়নি। যাদের নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখা হয়নি। তাদের প্রশিক্ষণ রয়েছে কি না তারও ঠিক ঠিকানা নেই।’ ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময় দিয়েছে আদালত। তার মধ্যে শেষ করতে যাবতীয় প্রক্রিয়া।

    এদিন আদালতে অযোগ্য শিক্ষকদের আইনজীবী বলেন, এই শিক্ষকদেরও পরিবার পরিজন রয়েছে। বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছে। বেতন বন্ধ হলে তারা চরম সঙ্কটে পড়বেন। জবাবে বিচারপতি বলেন, এই শিক্ষকদের বাড়িতে যেমন শিশুরা রয়েছে তেমন যারা এই স্কুলগুলিতে পড়ে তারাও শিশু।

    আদালতের এই রায়ের ফলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। এবার দেখার এই রায়কে চ্যালেঞ্জ করে কত দিনে ডিভিশন বেঞ্চে যায় সরকার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)