এবার বিদ্যুৎ সংস্থা সিইএসসির একটি সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। স্বচ্ছ ভোটের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন সংস্থারই এক কর্মী। মামলাকারী ভোটার তালিকা থেকে শুরু করে মনোনয়ন জমা নিয়ে বেশ কিছু অভিযোগ জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। এছাড়াও, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সমবায়ের উন্নতিতে বরাদ্দ টাকা তৃণমূলের ফান্ডে জমা করার অভিযোগ তুলেছেন।
জানা যাচ্ছে, শেষবার এই সমবায় ব্যাঙ্কে নির্বাচন হয়েছিল ২০১১ সালে। তারপর এখানে আর নির্বাচন হয়নি। ২০১৩ সালে পুরনো বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার।।পরে মনোনয়নের মাধ্যমে পরিচালক নির্বাচিত করে। সেই বোর্ড এখনও চলছে। অবশেষে আগামী ১৭ এপ্রিল সমবায় ব্যাঙ্কে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তার জন্য মনোনয়ন জমা দেওয়া গতমাসেই শেষ হয়েছে। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, তৃণমূল ঘনিষ্ঠ ছাড়া আর কেউ এই নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারেনি। এক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগ। অন্য দলের পক্ষ থেকে সমর্থকরা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেও তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি ভোটার তালিকা নিয়েও অভিযোগ করা হয়েছে। মামলাকারীর দাবি, এখনও পর্যন্ত ড্রাফট ভোটার লিস্ট তৈরি হয়নি। কারা ভোটার স্পষ্ট না হওয়ায় সমস্যা হচ্ছে। এনিয়ে দাবি জানানোর পরও বারবার ভোটার তালিকা প্রকাশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে স্বচ্ছভাবে ভোট নিয়ে আশঙ্কা করছেন তিনি।
মামলাকারী আরও অভিযোগ করেছেন যে ২০২১ সালে সমবায়ের উন্নয়নের জন্য সাড়ে ১৮ কোটি টাকা বরাদ্দ করেছিল সিইএসসি। তবে সেই টাকা সমবায়ের উন্নয়নের কাজে খরচ না করে চলে গিয়েছে তৃণমূলের ফান্ডে। এ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তিনি। যদিও মন্ত্রীর দাবি, এই অভিযোগ পুরোপুরি মিথ্য। তিনি জানান, তৃণমূলই ভোটে জিতবে। ফলে তাদের মারধরের কোনও প্রয়োজন পড়ে না।