• ক্ষমতায় এসে ১ মাসের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করবে BJP: শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ০৭ এপ্রিল ২০২৫
  • ২০২৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবে বিজেপি। চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিবিআই OMR খুঁজে বার করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন।

    এদিন শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ভালো করেছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে আইনজীবী বলে দাবি করেন, আমি ওনাকে বলব শুনানির দিন আপনি যোগ্যদের তালিকাটা নিয়ে গিয়ে আদালতকে দিন। বিচারপতিকে বলুন, এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিবেচনা করুন। যদি না করতে পারেন তাহলে ২৩ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে।

    এর পরই শুভেন্দুাববু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন, ১ মাসের মধ্যে আমরা OMR বার করে যোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেব। আমরা ৮৪ সালের শিখ দাঙ্গায় এতদিন পরে সুবিচার দিতে পেরেছি। এটাতেও পারব।

    এদিন শুভেন্দুবাবু দাবি করেন, এই দুর্নীতিতে ৭০০ কোটি টাকা তোলা হয়েছে। তার মধ্যে ৮০ শতাংশ টাকা গিয়েছে ভাইপোর কাছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)