নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ চাকরিহারাদের সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চাকরিহারাদের অনেক বড়বড় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময়ই বিধানসভার বাইরে এই ইস্যুতে মমতার বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সরাসরি 'চোর' আখ্যা দেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। তিনি এই কেলেঙ্কারির সুবিধাভোগী। ৭০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন তাঁর ভাইপো।' এদিকে বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অসীম সরকারকে দেখা যায় বাজনা বাজাতে। শুভেন্দু স্লোগান তোলেন, 'গলি গলি শোর হ্যায়...'। সেখানে উপস্থিত বিজেপি বিধায়করা বলতে থাকেন, 'মমতা চোর হ্যায়'। ‘মমতা চোর’ প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন বিধায়করা।
এদিকে আজ চাকরিহারাদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এদিকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের সভার পাস বিলি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, তৃণমূল পার্টি অফিস থেকে বিলি হয়েছে পাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যোগ্যদের বৈঠকে ডেকেছিলেন। কিন্তু এদিন মাত্র ৭ হাজার পাস বিলি হয়েছে। তার মানে ১৮ হাজারকে অযোগ্য ঘোষণা করেছেন মমতা। শুভেন্দু বলেন, 'মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী বৈঠক ডাকলে ২৬ হাজারজনকেই বৈঠকে ডাকতেন। মুখ্যমন্ত্রী মানবিক নন। উনি ৭ হাজার জনের জন্য পাস জারি করেছেন। কাদাপাড়ায় তৃণমূল দফতর থেকে পাস বিতরণ হয়েছে। এরা সবাই তৃণমূলের গুন্ডা।'
এদিকে শুভেন্দু অধিকারী আজ আরও বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২২ সালে সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিলেন। সেদিন যদি দম্ভ - ঔদ্ধত্য না রেখে স্বীকার করত তাহলে আজ ২৬ হাজারের এই পরিণতি হত না। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে ২০০ কোটি করের টাকা খরচ করেছে এই সাড়ে পাঁচ হাজার অযোগ্যতে বাঁচানোর জন্য। সেই টাকা ভাইপো তুলেছে। সেটা বলে দিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র। যিনি লিপস অ্যান্ড বাউন্ডসের এমডি। যে সংস্থার অন্যতম ডিরেক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অমিত বন্দ্যোপাধ্যায়।'