• ডাক্তারদের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণে নতুন নিয়ম, বিজ্ঞপ্তি জারি করল কাউন্সিল
    হিন্দুস্তান টাইমস | ০৭ এপ্রিল ২০২৫
  • চিকিৎসকদের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার থেকে রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করতে গেলে চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে পাঁচ বছরে কমপক্ষে ৩০ ঘণ্টার ‘ক্রেডিট আওয়ার পয়েন্ট’ অর্জন করতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কাউন্সিলের এই সিদ্ধান্তে সমালোচনা করেছে চিকিৎসকদের সংগঠনগুলি। তারা এর পিছনে মেডিক্যাল কাউন্সিলের আয় বাড়ানোর পরিকল্পনা দেখছেন।


    ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশ অনুযায়ী, চিকিৎসকের পদোন্নতির বা গবেষণার জন্য কমপক্ষে ৩০ ঘণ্টার ক্রেডিট আওয়ার পয়েন্ট দরকার হয়। সেটাই বাধ্যতামূলক করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অর্থাৎ চিকিৎসকদের বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে সম্মেলন, আলোচনাসভা অথবা প্রশিক্ষণে অংশ নিতে হবে। সেই প্রশিক্ষণে অংশ নিলেই পয়েন্ট অর্জন করা যাবে।

    চিকিৎসকদের বক্তব্য, ৩০ ঘণ্টার ক্রেডিট আওয়ার পয়েন্ট সংগ্রহ করতে হলে এক একজন চিকিৎসককে বছরে ৬ ঘণ্টা করে কোনও সেমিনার প্রশিক্ষণ বা আলোচনা সভায় অংশ নিতে হবে। তবে পাঁচ বছরে সেটা ৩০ ঘণ্টা হবে। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে চিকিৎসকদের সংগঠনগুলি। তাদের বক্তব্য, এরকমভাবে চিকিৎসকদের উপর শর্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়। বিশেষ করে এর ফলে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ কলকাতায় কোনও সম্মেলন বা আলোচনা সভা থাকলে সেখানে প্রত্যন্ত এলাকা থেকে কলকাতায় এসে চিকিৎসকদের যোগ দিতে হবে, যা সোজা ব্যাপার নয়।

    এ বিষয়ে চিকিৎসকদের একটি সংগঠনের বক্তব্য, জ্ঞান বৃদ্ধির জন্য চিকিৎসকদের সম্মেলন থেকে শুরু করে প্রশিক্ষণ বা আলোচনাসভায় অংশ নেওয়া প্রয়োজন। তবে রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের জন্য তা বাধ্যতামূলক করা একেবারেই ঠিক হয়নি।


    এদিকে, এই সিদ্ধান্তের পিছনে কাউন্সিলের আয় বৃদ্ধির পরিকল্পনা দেখছেন চিকিৎসকদের অনেকেই। একটি সংগঠনের মতে, সাধারণত এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিলে চিকিৎসকদের কাছ থেকে মাথাপিছু ১০০ টাকা করে নেওয়া হয়। সেটা জমা দিতে হয় মেডিক্যাল কাউন্সিলে। ফলে কোনও চিকিৎসক বছরে দুবার অনুষ্ঠানে যোগ দিলে ২০০ টাকা দিতে হবে। প্রায় ৬০ হাজার চিকিৎসক বাবদ প্রায় ২০ কোটি টাকা আয় করতে পারবে কাউন্সিল।

    এ বিষয়ে সার্ভিস ডক্টরস ফোরামের বক্তব্য, আগে শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক নির্দেশিকা তৈরি করতে হবে। পাশাপাশি সব চিকিৎসকদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানের সুযোগ করে দিতে হবে। যদিও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকদের উন্নতির স্বার্থে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)