সপ্তাহের শুরুতেই বাড়ির রান্নার গ্যাসের দাম এক লাফে ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। খোদ পেট্রোলিয়াম মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তার পরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের আগে বারবার ‘বিকাশ’-কে অস্ত্র করে ভোট চেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। সেই ‘বিকাশ’ স্লোগানের প্রসঙ্গ টেনেই কেন্দ্রের সরকারকে তুলোধনা করলেন মমতা। X হ্যান্ডলের পোস্টে তিনি লিখেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিকাশ মানে আম জনতার পকেট থেকে সব টাকা নিয়ে নেওয়া। নিত্যপ্রয়োজনীয় ওষুধ থেকে পেট্রোল, ডিজ়েল এবং রান্নার গ্যাস। সব প্রয়োজনীয় জিনিস ধীরে ধীরে বহুমূল্য হয়ে যাচ্ছে।’
মমতার তোপ, একদিকে সঞ্চয় কমছে, অন্যদিকে ঋণের চাপ বাড়ছে, ঠিক এই সময়ে পরিবারগুলির ঘরের খরচে ক্রমশ চাপ বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার।
কিছুদিন আগেই কয়েকশো ওষুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময়েও তোপ দেগেছিলেন মমতা। তারও আগে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি বসানো নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি মকুব করার দাবি তুলেছিলেন তিনি। একাধিক বার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মঙ্গলবার থেকে কলকাতায় ১৪.২ কিলো গার্হস্থ্য ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ৮৭৯ টাকা। উজ্জ্বলা যোজনায় এলপিজি সংযোগ পাওয়া দরিদ্র পরিবারগুলির ক্ষেত্রেও সারা দেশে সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়বে বলে সোমবার ঘোষণা করেছেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। সব গার্হস্থ্য গ্রাহককে বাজারদরে সিলিন্ডার কিনতে হয়। কলকাতায় উজ্জ্বলা গ্রাহকরা সিলিন্ডার কেনার পর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩১৯.৫৭ টাকা ভর্তুকি হিসেবে জমা পড়ে। সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে উজ্জ্বলা গ্রাহকদের জন্যে গ্যাস সিলিন্ডারের কার্যত দাম হবে ৫৫৯.৪৩ টাকা। আর কলকাতায় অন্য যে সব গার্হস্থ্য গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি পান, সিলিন্ডার ডেলিভারি হওয়ার পরে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৯.৫৭ টাকা জমা পড়ে।