• বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, ডিরেক্টরের জামিন নাকচ কোর্টে
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৫
  • দাসকে জামিন দিল না আলিপুর আদালত। সোমবার আদালতে পথ দুর্ঘটনা নিয়ে সওয়াল জবাবের সময়ে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ‘মদ খেয়ে ফূর্তি করার পরে ঠাকুরপুকুর বাজারে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি থেকে চারটি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। একের পর এক গাড়িতে ধাক্কা মারার ফলে গাড়িতে রক্তের দাগও পাওয়া গিয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হলেও জখম হয়েছেন আরও আটজন। ফলে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা প্রয়োজন।’

    অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী পাল্টা জবাবে বলেন, ‘ধৃত কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে এমন কাজ করেননি। এটি নিছকই একটি দুর্ঘটনা। ফলে তাঁকে জামিন দেওয়া হোক।’ দু’পক্ষের সওয়াল জবাব শুনে আদালত ধৃত টেলিভিশন ডিরেক্টর সিদ্ধার্থ দাসকে ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। রবিবার সকালে দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘পার্টিতে ফূর্তি করার পরে মদ্যপ অবস্থায় অনেকে গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পরে ঋতুপর্ণা এলাকা থেকে পালিয়ে যান।’ এদিন অভিনেত্রী বলেন, ‘আমি মানসিকভাবে বিধ্বস্ত। ট্রমার মধ্যে রয়েছি। এ বিষয়ে আর কোনও কথা বলতে চাইছি না।’

    এই পথ দুর্ঘটনা ঘটনা ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিনেতা–অভিনেত্রীদের একাংশ কেন বারবার এভাবে বেপরোয়া গতিতে গাডি় চালাচ্ছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন নেটিজেনদের অনেকে। তাঁদের বক্তব্য, ‘কয়েক বছর আগে অভিনেতা বিক্রম এবং সোনিকা তীব্র গতিতে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটলে সোনিকার মৃত্যু হয়। এরপরেও এই প্রবণতা কমেনি।’

  • Link to this news (এই সময়)