সল্টলেকের ওয়েবেল মোড়ের পর এ বার চিংড়িহাটা। সোমবার চিংড়িহাটায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম, হরিমোহন (৫১)। তাঁর বাড়ি রাজারহাটে। তিনি ওই স্কুটিতে ছিলেন। স্কুটির চালক অরুণ রায়কেও (৪৮) গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করে। পুলিশ ওই ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে।
জানা গিয়েছে, শান্তিনগর থেকে গড়িয়ার দিকে স্কুটিতে করে যাচ্ছিলেন হরিমোহন ও অরুণ রায়। আচমকাই চিংড়িহাটার কাছে স্কুটারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি সরকারি বাস। সে সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন স্কুটির চালক ও তাঁর আরোহী। জানা গিয়েছে, হরিমোহনের মাথার উপর দিয়ে বাসটি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ দিকে কোনওরকমে প্রাণে বাঁচেন অরুণ। তিনি এখন বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। তবে বর্তমানে বিধাননগর দক্ষিণ থানা ঘটনাটির তদন্ত করছে। জানা গিয়েছে, ঘাতক বাসটিকে আটক করলেও চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর পুলিশকে ঘিরে চিংড়িহাটায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের জন্য সেখানে যানজটেরও সৃষ্টি হয়।
তথ্য সহায়তা: শ্যামগোপাল রায়