নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল বাস, আহত ১৫
আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে বাড়ির ভিতর ঢুকে গেল বাস। ঘটনায় আহত ওই বাসের ১৫ জন যাত্রী। তাঁদেরকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি আটক করা হয়েছে।
সোমবার বিকালে ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার মিলনপল্লী এলাকায়। জানা গিয়েছে, এদিন কাঁচরাপাড়া- নিমতলা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রথমে ধাক্কা মারার পর সোজা গিয়ে রাস্তার ধারে একটি বাড়ির ভিতরে ঢুকে বাড়ির মন্দিরে ধাক্কা মারে। বাসের ভিতরেই ছিলেন ৩৫ থেকে ৪০ জন যাত্রী। ঘটনার অভিঘাতে তাঁরা ছিটকে পরেন বাসের ভিতর। সকলেই কম-বেশি আহত হন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের গাড়ি করেই আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার ফলে বড়সড়ো বিপদ থেকে রক্ষা পেলেন অনেক যাত্রীরা। আসেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্ত ধাপলা। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।