• গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বেলঘরিয়ায় 
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পণের দাবিতে মারধর, তুমুল দাম্পত্য কলহ। পরিণতি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। 

    জানা গেছে বেলঘরিয়ার কলাবাগান এলাকার বাসিন্দা সুজিত দে–র সঙ্গে বছর দুই আগে বিয়ে হয় সঙ্গীতা নামে এক তরুণীর। তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদ লেগে থাকত সঙ্গীতার। মারধরও করা হত, উঠছে এমনটাই অভিযোগ। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার স্বামী–স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়াঝাঁটি হয়েছিল। এরপর রাতেই বাড়ি থেকে উদ্ধার হয় সঙ্গীতার ঝুলন্ত দেহ। খবর পাঠানো হয় সঙ্গীতার বাপেরবাড়িতে। তাঁর মা, দিদিরা ছুটে যান। মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। বারবার গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন। 

    গোটা ঘটনার তদন্ত করছে বেলঘরিয়া থানার পুলিশ। 
  • Link to this news (আজকাল)