মানা হল না নির্দেশ, শোভাযাত্রায় অস্ত্র হাতে সামিল হল আট থেকে আশি...
আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
মিল্টন সেন, হুগলি: বিজেপি নেতার নেতৃত্বে অমান্য করা হল শিশু কমিশনের নির্দেশ। মানা হল না হাইকোর্টের আদেশ। জেলা বিজেপি সম্পাদকের নেতৃত্বে শোভাযাত্রায় ছোটো বড় সবার হাতে দেখা গেল অস্ত্র। রামনবমীর শোভাযাত্রায় নজরে পড়ল অস্ত্র হাতে আট থেকে আশি। পুলিশের সামনেই হল শোভাযাত্রা। সোমবার চুঁচুড়া সরৎ সরণী বাণীচক্র ময়দান এবং ব্যান্ডেল পাঁকুরতলা হনুমান মন্দির থেকে প্রায় ৩৫ টি শোভাযাত্রা বের হয়। আর সেই সমস্ত শোভাযাত্রায় দেখা গেল শিশু মহিলা সকলের হাতে অস্ত্র। যুবক কিশোর সহ অস্ত্র হাতে শোভাযাত্রায় সামিল হলেন একাধিক প্রৌঢ়। ডিজের তালে চলল নাচ, অস্ত্র নিয়েই হল শোভাযাত্রা। শিশু কমিশন হাইকোর্টের নির্দেশ অমান্য করেই অস্ত্র নিয়ে শোভাযাত্রা।
গতকাল রামনবমীতে চুঁচুড়ার একটি শোভাযাত্রায় অস্ত্র থাকায় গোটা কুড়ি অস্ত্র আটক করে পুলিশ। ড্রোন ক্যামেরায় পুলিশ নজরদারি চালালেও অস্ত্র নিয়ে মিছিলে ব্যাঘাত ঘটেনি। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ওগুলো নাকি অস্ত্র নয়, সস্ত্র। হিন্দু দেবতাদের হাতে অস্ত্র থাকে না। থাকে সস্ত্র। সেই মত তারাও সস্ত্র হাতে নিয়েছেন। মহিলাদের কাছেও নাকি অস্ত্র রাখা উচিৎ বলে তিনি মনে করেন।